বাঘিনীর মৃত্যু কি করোনা রোগে আক্রান্ত হয়ে ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাঘিনীর মৃত্যু কি করোনা রোগে আক্রান্ত হয়ে !

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৪/০৪/২০২০ : বাঘিনীর মৃত্যু কি করোনা রোগে আক্রান্ত হয়ে হয়েছে ! জানতে চেয়ে বাঘিনীর রক্তের নমুনা পাঠানো হল উত্তর প্রদেশের বেরিলিতে। 
গত বুধবার দিল্লী চিড়িয়াখানায় একটি ১৪ বছর বয়স্ক বাঘিনীর মৃত্যু হয়েছে, সেখানকার পশুচিকিত্সকেরা জানিয়েছেন, বাঘিনীর মৃত্যু হয়েছে কিডনি বিকল হওয়ার কারণে। ওই বাঘিনীর দেহে কোনোভাবে করোনা ভাইরাসের সংক্ৰমন হয়েছিল কিনা, সেটা জানার জন্যেই তাই রক্তের নমুনা  পাঠানো হয়েছে উত্তর প্রদেশের বেরিলিতে। তবে শুধু বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (IVRI)ই  নয়, নমুনা পাঠানো হয়েছে হিসারের  ন্যাশনাল রিসার্চ সেন্টার অন এনকোয়ারিজ  (NRCE) এবং ভূপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি এনিম্যাল ডিজিজ (NISHAD)-এও ;
এই বাঘিনীটি মারা গিয়েছিল বুধবার সন্ধ্যে ৬:৩০ মিনিটে, কেন্দ্রের নির্দেশ মত অনেক কম লোক উপস্থিত ছিল তাকে কবর দেওয়ার কাজে, তাকে কবর দেওয়া হয়েছিল গতকাল। এর আগে নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায় একটি ৪ বছরের বাঘের করোনা আক্রান্তের খবরে তোলপাড় হয়েছিল দুনিয়া। তারপর থেকে ভারতেও পশুদের দিকে কড়া নজর রাখা হয়েছে, বিশেষ করে চিড়িয়াখানার পশুদের দিকে। যে কোনো এই ধরনের ঘটনা নজরে এলেই  কেন্দ্রকে জানানোর কথা নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।  কেন্দ্র সরকার জানতে চাইছে, দেশে পশুদের থেকে আদৌ কোনো সংক্ৰমন হচ্ছে কিনা।
নিউজ আপডেট, ২৫/০৪/২০২০  :  'কল্পনা' নামের এই বাঘিনির দেহ থেকে যে রক্ত নমুনা করোনা পৰীক্ষাৰ জন্যে পাঠানো হয়েছিল, তা নেগেটিভ এসেছে। অর্থাৎ এই বাঘিনীর দেহে কোনো রকম করোনা সংক্ৰমন ছিল না এবং বাঘিনীর মৃত্যু করোনায় নয়, কিডনি খারাপ হওয়ার কারণেই হয়েছে বলে জানানো  হয়েছে দিল্লী চিড়িয়াখানার তরফ থেকে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages