![]() |
সত্যেন্দ্র জৈন, স্বাস্থ্যমন্ত্রী, দিল্লী |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২১/০৪/২০২০ : গোটা দেশে চলছে করোনা তাণ্ডব, এবার দেশের রাষ্ট্রপতি ভবনেও ঢুকে পড়ল করোনা ভাইরাস।
দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, "রাষ্ট্রপতি ভবনে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছে, সেই কারণে রাষ্ট্রপতি ভবনের ১২৫ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ থেকে তাঁরা নিজেদেরকে গৃহবন্দী করে রাখবেন।" দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 'গতকাল বেশ কিছু মানুষের শরীরে করোনা পাওয়া গিয়েছিল আর আজ রাষ্ট্রপতি ভবনেই একজনের রিপোর্ট পজিটিভ বের হল।'
দিল্লীর নবী করিম এলাকাতেই ৭৪ জনের টেস্ট করা হয়েছিল, কিন্তু প্রত্যেকেরই নেগেটিভ রিপোর্ট এসেছে। সত্যেন্দ্র জৈন বলেছেন, "আমাদের লক ডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। কেননা করোনা ভাইরাসের অস্তিত্ব এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে। করোনা সংক্ৰমন রুখতে দিল্লী ও গাজিয়াবাদের মধ্যে সীমান্ত পুরোপুরি 'সিল' করে দেওয়া হয়েছে।" এর আগে ৬জন করোনা পজিটিভ রোগী দিল্লী থেকে ঢুকে পড়েছিলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদে, তাই গাজিয়াবাদের জেলাশাসকের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লী-গাজিয়াবাদ সীমান্ত।
Loading...