আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ০১/০৪/২০২০ : আগামীকাল নবমী। কিন্তু করোনা মহামারীর মোকাবিলায় এখন গোটা দেশ জুড়ে ডাউন। কিন্তু ভক্তের মনের মধ্যেই বাস ভগবানের, আর তাই রাম নবমীর প্রাক্কালে দেশবাসীকে জানালেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
রামনবমীর প্রাক্কালে এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন - "রামনবমীর শুভ অনুষ্ঠানে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি । রামনবমী শ্রীরামের জন্ম বার্ষিকী হিসেবে উদযাপন করা হয়ে থাকে। একই সঙ্গে এটি আমাদের কৃষকদের কঠোর পরিশ্রম করে ফলানো নতুন ফসলের উৎসব। শ্রী রামের আদর্শময় জীবন আমাদের কাছে নৈতিকতা, সহনশীলতা, আন্তরিকতা ও সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে আসে ।"
রাষ্ট্রপতি আরও লিখেছেন, "আমাদের এই শাশ্বত মূল্যবোধের পথ নিষ্ঠার সঙ্গে মেনে চলা উচিত। রামনবমীর এই উৎসবে আসুন আমাদের জীবনে শ্রী রামের আদর্শ মেনে চলি এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলি। একইসঙ্গে কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলা এবং এই ভাইরাসকে প্রতিহত করতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সমস্ত সরকারি নির্দেশ মেনে চলি।"
Loading...