আজ খবর (বাংলা), কৃষ্ণা, অন্ধ্রপ্রদেশ, ২৮/০৪/২০২০ : সড়কপথে নিজেদের রাজ্যে পৌঁছাতে না পেরে শেষমেশ প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে বাড়ি ফিরতে গিয়েও স্থানীয় গ্রামবাসীদের হাতে ধরা পরে গেল ৯০ জন পরিযায়ী শ্রমিকের একটি দল, যাঁরা বঙ্গোপসাগর দিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন।
করোনা মহামারির মোকাবিলায় গোটা দেশে চলছে লক ডাউন, আর তার জেরেই বন্ধ হয়ে রয়েছে সমস্ত গণ পরিবহন ব্যবস্থা। তাই ভিন রাজ্যে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছেন না নিজেদের রাজ্যে। আজ অন্ধ্রপ্রদেশের এডরুমন্ডি গ্রামের নাগায়ালঙ্কা মণ্ডলের মৎস্যজীবী গ্রামবাসীরা সমুদ্রপথে ভেসে যেতে দেখে কয়েকটি নৌকাকে আটকে দেয়। মোট চারটি নৌকায় সমুদ্রপথে বাড়ি ফিরছিলেন মোট ৯০ জন শ্রমিক।
নৌকায় থাকা শ্রমিকরা গ্রামবাসীদের জানিয়েছেন, 'তাঁরা সড়কপথে বাড়ি ফিরতে না পেরে সমুদ্রপথে ফেরার চেষ্টা করছিলেন একরকম বাধ্য হয়ে। তাঁরা ফিরছিলেন তামিলনাড়ু থেকে আর তাঁদের গন্তব্য ছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তের কাছে শ্রীকাকুলাম জেলায়।'
লক ডাউন চলার জন্যে সড়কপথ পুরোপুরি বন্ধ রয়েছে, তাই অন্য কোনো উপায় না পেয়ে এই শ্রমিকেরা নিজেদের বাড়ি ফেরার জন্যে সমুদ্রপথকেই বেছে নিয়েছিলেন। মোট ৪ টি নৌকায় যেভাবে ৯০ জন মানুষ সমুদ্র পথে যাত্রা করেছিলেন, যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত । তাছাড়া বঙ্গোপসাগরে এখন ঘূর্ণাবর্তের জন্যে আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তাও ছিল, যার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। তা সত্ত্বেও সবরকম বিধি নিষেধ উড়িয়ে দিয়ে এই শ্রমিকরা রীতিমত নিজেদের জীবন বিপন্ন করে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন।সমুদ্রে যাওয়া বারণ থাকা সত্ত্বেও চারটি অচেনা নৌকা দেখে এডরুমন্ডি গ্রামের মৎস্যজীবী মানুষের সন্দেহ হয় এবং তাঁরা ওই নৌকাগুলিকে আটকে দেন। প্রশাসনকেও খবর দেওয়া হয়।
Loading...