আজ খবর (বাংলা), কলকাতা, ০৭/০৪/২০২০ : করোনা মোকাবিলা এবং ফুটবল প্রেমী মানুষ যাতে লক ডাউনের সময় বাড়িতেই থাকেন, তার প্রচারাভিযানে ফিফা ও ইউএন-এর হাত ধরল মোহন বাগান ক্লাব।
কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান বিশ্বের সঙ্কটজনক পরিস্থিতিতে করোনা মোকাবিলার প্রচারে ফিফা ও ইউএন-এর হাত ধারায় গর্বিত মোহনবাগান ক্লাবের সমর্থক এবং গোটা দেশ। যদিও এই প্রচারাভিযানে ইস্ট বেঙ্গল ক্লাবও অংশ নিতে পারে বলে জানা গিয়েছে।
ইউনাইটেড নেশনস -এর জেনারেল সেক্রেটারি এন্টোনিও গুটারেস বলেছেন, "বিশ্বের উন্নয়ন ও শান্তি প্রচেষ্টার লক্ষে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে যে ফুটবল এত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সেটা দেখে আমি বেশ উজ্জীবিত হয়েছি। "গোটা বিশ্বে করোনা অতিমারীর সচেতনতার প্রচারে ইউনাইটেড নেশনস ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে (WHO) সক্রিয়ভাবে সমর্থন করছে ফিফা। আর ফিফার নেতৃত্বে ফুটবল বিশ্ব এখন এক হয়ে লড়াই করবে করোনা মহামারীর বিরুদ্ধে। ফিফার এই প্রয়াস গোটা ফুটবল বিশ্বকে আজ এক সূত্রে বেঁধে ফেলেছে। ক্রীড়াপ্রেমীদের জন্যে এটা খুব ভাল একটা দিক, বলে জানিয়েছে ফিফা।
ফিফার হাত ধরে প্রথমে এই প্রচারাভিযান শুরু করেছিল লিভারপুল ফুটবল ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব, রিয়েল মাদ্রিদ ও বার্সিলোনা ফুটবল ক্লাব। ফিফার নেতৃত্বে সেই প্রচার যুদ্ধে এখন নাম জুড়ে গেল কলকাতার মোহন বাগান ক্লাবের। ইস্টবেঙ্গল ক্লাবও ইতি মধ্যেই যোগ দিতে চলেছে এই প্রচারাভিযানে।
এই মুহূর্তে বিশ্বের আরও কিছু ক্লাব ফিফার এই প্রচারাভিযানে যোগ দিয়েছে, যেমন ক্লাব আমেরিকা, সিডি গুয়াদালাজারা, বেজিং গুয়ান ফুটবল ক্লাব, সাংহাই সেনহুয়া ফুটবল ক্লাব, মেলবোর্ন সিটি ফুটবল ক্লাব, সিডনি ফুটবল ক্লাব, অকল্যান্ড সিটি ফুটবল ক্লাব, টিম ওয়েলিংটন ফুটবল ক্লাব, সিএ রিভারপ্লেট, অলিম্পিক ডি মার্সেইল, টিপি মেজেম্বে, সিআর ফ্লেমিংগো এবং এস ই পালমেইরাস ক্লাবগুলি। প্রত্যেকটি ক্লাব নিজেদের সমর্থকদের উদ্দেশ্যে বলছে, 'সবরকম রেষারেষি এক পাশে সরিয়ে রেখে এস ফুটবলপ্রেমীরা আমরা একসাথে লড়াই করি মারণ ভাইরাস কোরোনার বিরুদ্ধে। আমাদের জিততেই হবে, আমরা সবাই চ্যাম্পিয়ান হব।'
Loading...