আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৮/০৪/২০২০ : গোটা দেশ যখন লড়াই করছে করোনা মহামারীর সাথে, সেই সময় জম্মু ও কাশ্মীর উপত্যকায় সেনা জওয়ানদের লড়াই করতে হচ্ছে সন্ত্রাসবাদীদের সাথে। আর সেটা নিয়ম করে প্রায় প্রতিদিন।
কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্র মারফত খবর পেয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানরা। বেশিরভাগ ক্ষেত্রেই তল্লাশি চালাতে গিয়ে জঙ্গীদের গুলির মুখে পড়তে হচ্ছে তাঁদের। শুরু হয়ে যাচ্ছে ভীষণ গুলির যুদ্ধ।
আজ সকালেই কাশ্মীর উপত্যকায় সোপিয়ানের কাছে জৈনপুরা নামে একটি জায়গায় সংঘর্ষ বেঁধে যায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গীদের মধ্যে। গুলির লড়াই চলতে থাকে অনেক্ষন ধরে। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এই এনকাউন্টারে আজ এক জঙ্গীর মৃত্যু হয়েছে বলে জানতে পারা গিয়েছে। সোপিয়ানে আজকের অপারেশন চালিয়েছিল আর্মির ৫৫ নম্বর রেজিমেন্ট, সিআরপিএফ এবং সোপিয়ান পুলিশের একটি দল।
Loading...