আজ খবর (বাংলা), বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২০ : প্রাকৃতিক দুর্যোগ চলছে বাঁকুড়ায়। বাঁকুড়া শহরের কাছে শুশুনিয়া পাহাড়ের অরণ্য জ্বলছে দাউ দাউ করে, তার সাথেই আজ বাঁকুড়ায় ভূমিকম্পও টের পাওয়া গেল।
এমনিতেই করোনা ভাইরাসের জেরে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশের মত বাঁকুড়া জেলার সাধারণ মানুষও গৃহবন্দী হয়ে রয়েছেন। এর মধ্যেই বাঁকুড়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড় অঞ্চলের বিস্তীর্ণ অরণ্যে আগুন লেগে গিয়েছিল। দাবানলে ১২ ঘন্টা ধরে পুড়েছে বিস্তীর্ণ অরণ্য অঞ্চল। এই দাবানলের জেরে অরণ্যের মধ্যেকার এবং লাগোয়া কিছু গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়ঙ্কর দাবানলে বেশ কিছু প্রজাতির পশু পাখির মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে দাবানলের আগুন অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
আজ সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ বাঁকুড়ায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার নিচে। মোট ২ সেকেন্ড ধরে আজ বাঁকুড়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
Loading...