আজ খবর (বাংলা), মালবাজার, পশ্চিমবঙ্গ, ১৫/০৪/২০২০ : লক ডাউনের মধ্যেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে উত্তর বঙ্গের বেশ কিছু চা বাগানে কাজ শুরু হয়ে গিয়েছে।
এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৫% শ্রমিক নিয়ে চা বাগানগুলিতে কাজ শুরু করা যাবে, তবে সবরকম স্বাস্থ্য বিধি মেনে। শ্রমিকদের শিফটিং করে ডিউটি দেওয়া যাবে। তারপর চা বাগানগুলির অনুরোধে মমতা শ্রমিকদের হাজিরা বাড়িয়ে ২৫% করার অনুমতি দেন. সেই মত উত্তর বঙ্গের বেশিরভাগ চা বাগানগুলি ২৫% শ্রমিকদের দিয়ে কাজ শুরু করে দিয়েছে।
আজ মালবাজারের মিনগ্লাস চা বাগানে গিয়ে দেখা যায়, ছায়া বাগানে কিছু শ্রমিক পাতা তোলার কাজ করছেন, তবে নিজেদের মধ্যে যথেষ্ট দূৰত্ব বজায় রেখেই। প্রত্যেকের মুখে ছিল বাগান কর্তৃপক্ষের দেওয়া মাস্ক। মিন গ্লাস বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানে প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেওয়া হয়েছে।
Loading...