আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৭/০৪/২০২০ : দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আপাতত শেষ হল। কিন্তু সেই বৈঠকে লক ডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, কিংবা বাড়ালেও কতদিনের জন্যে লক ডাউনের মেয়াদ বাড়ানো হবে, সেই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সাথে ভিডিও বৈঠকে ওড়িশা, গোয়া ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা আবেদন করেন লক ডাউনের মেয়াদ আরও এক মাসের জন্যে বাড়িয়ে দেওয়া হোক। ইতিমধ্যেই ওড়িশা সরকার জুন মাসের রথযাত্রা উৎসব বাতিল করে দিয়েছে। সেখানে রথযাত্রার প্রতীক হিসেবে মন্দির চত্বরের মধ্যেই কম সংখ্যক পুরোহিত ও পান্ডার উপস্থিতিতে রথযাত্রা ছোট করে পালিত হবে বলে জানানো হয়েছে।
আজকের ভিডিও বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাট্টানায়েকের সাথে উপস্থিত ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস। তিনি বলেন, "আমি লক ডাউন আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি, অন্তত আরও এক মাস লক ডাউন বাড়িয়ে নিয়ে যাওয়া উচিত। তারপর পরিস্থিতি অনুযায়ী ফের আলোচনা করা যেতে পারে। না হলে এই ধরনের সঙ্কট থেকে আমরা রেহাই পাব না।"
গোয়া এই মুহূর্তে গ্রিন জোনে চলে গিয়েছে, তবু গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "লক ডাউন আরও চালিয়ে নিয়ে যাওয়া উচিত, কিন্তু রাজ্যের মধ্যেই কিছু অর্থনৈতিক ছাড় দেওয়া দরকার।" অন্যান্য রাজ্যের কিছু মুখ্যমন্ত্রী সাওয়ান্তের এই বক্তব্যকে সমর্থন করেছেন। তবে তাঁরা প্রত্যেকেই রাজ্যের সীমান্ত সিল করে রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলেছেন।
মেঘালয় রাজ্যে সেভাবে সংক্রামিত হয় নি করোনা ভাইরাস, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, "লক ডাউন চালিয়ে গেলেও রাজ্যের ভিতরে কিছু কিছু ছাড় অবশ্যই দেওয়া উচিত।" তিনি সম্ভবত এই ব্যাপারে বিস্তারিত লিখে জানাবেন প্রধানমন্ত্রীকে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
প্রধানমন্ত্রীর ডাকে দেশে দ্বিতীয় দফার লক ডাউনের মেয়াদ আর এক সাপ্তাহ রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেশে করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরী হয়েছে, তাতে অনেকটাই সাফল্য এসেছে, এই সাফল্যের প্রশংসা করেছে গোটা বিশ্ব। গোটা দুনিয়া ভারতকে কুর্নিশ জানিয়েছে। সেই সাফল্যকে ধরে রাখতে চাইছে কেন্দ্র সরকার। ভারতকে করোনা মুক্ত করতে আর ঠিক কতদিন লাগতে পারে বা আর কতদিনের মধ্যেই বা এই মারণ ভাইরাসের প্রতিষেধক এসে যেতে পারে , আরও লক ডাউন চালিয়ে গেলে কতটাই বা অর্থনৈতিক ক্ষতির মুখে ভারতকে পড়তে হতে পারে। সেই ক্ষতিপূরণ ঠিক কিভাবে এবং কতদিনে পূরণ হবে, সব কিছুই বিচার করেই কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে কেন্দ্র সরকার। তারপরেই হয়ত সেটা ঘোষণা করতে পারবে কেন্দ্র সরকার।
আজকের বৈঠকের অনেকটা সময় চলে গিয়েছে লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক ক্ষতিপূরণের প্যাকেজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে। আগামীকাল অথবা আগামী শুক্রবার কেন্দ্র সরকার হয়ত লক ডাউন নিয়ে কোনো ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
Loading...