গোটা দেশকে এখন একটা টিম হয়ে খেলতে হবে : শচীন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গোটা দেশকে এখন একটা টিম হয়ে খেলতে হবে : শচীন

Share This
 খেলাধুলা

আজ খবর (বাংলা), মুম্বই, ০৩/০৪/২০২০ : করোনা মহামারী মোকাবিলা প্রসঙ্গে আজ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর বললেন, "গোটা দেশকে এখন একটা টিম হয়ে খেলতে হবে।"
আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তারকা খেলোয়াড়দের সাথে ভিডিও কনফারেন্স করেছেন এবং তাঁদেরকে আবেদন করেছেন, করোনা এবং লক ডাউন নিয়ে দেশের সাধারণ মানুষের কাছে তাঁদের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে। এরপরেই লিটল মাস্টার আজ বলেন, "গোটা জাতি তথা দেশকে একত্রিত হওয়ার এটাই সেরা সময়,
আমাদের প্রত্যেককেই প্রত্যেককে অনুপ্রাণিত করতে হবে, উজ্জীবিত করতে হবে, এই চরম সঙ্কট থেকে উদ্ধার পেতে হলে আমাদের  গোটা জাতি তথা দেশকে এক টিমে খেলছি ভেবে এগোতে হবে।"
শচীন আজ বলেন, "আমার আজ পরম সৌভাগ্য হয়েছে, আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সহ অন্যান্য অনেক ক্রীড়াবিদের সাথে লক ডাউন প্রসঙ্গটিকে নিয়ে আলোচনা করতে পেরেছি। দেশের প্রাজ্ঞ এবং অভিজ্ঞ মানুষদের বার্তা আমাদেরকে শুনিয়ে প্রধানমন্ত্রী অনেকটাই সমৃদ্ধ করেছেন। তিনি আমাদের বলেছেন দেশের এই রকম সঙ্কটময় পরিস্থিতিতে আমাদের কিছুতেই হাল ছাড়লে চলবে না। তাঁর কথা বার্তা আমার মনকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে তিনি আর একটা বিষয়ে চিন্তিত দেখলাম, যেটা হল, যেদিন লক ডাউন তুলে নেওয়া হবে, সেদিন গোটা দেশ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসবে, সেই সময় কি হবে ? এত দিনকার কৃচ্ছসাধন বৃথা যাবে নাতো ! বিষয়টি সত্যিই চিন্তার।" তেন্ডুলকর জানিয়েছেন, তিনি দ্রুত হ্যান্ড শেকের অভ্যাস ত্যাগ করে 'নমস্তে' বলার অভ্যাস গড়ে তুলবেন, যাতে ভবিষ্যতেও এই ধরনের রোগ আর না ছড়ায়।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages