দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্বাভাস, কলকাতায় নয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্বাভাস, কলকাতায় নয়

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ১০/০৪/২০২০ :  দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও মহানগরী কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশের মত রাজ্যের প্রত্যেক মানুষ লক ডাউন পালন করছে নিজেদের গৃহবন্দী রেখে। বাতাসে দূষণের মাত্রা কমেছে অনেকটাই, কিন্তু উষ্ণ বাতাসের দাপটে গরমও  বেড়েছে অনেকটাই। তাপমাত্রা দুপুরবেলায় বেড়ে যাচ্ছে অনেকখানি। বাড়িতে বসেই কার্যত গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। এই গরম থেকে রাজ্যের অন্যান্য জেলাগুলির মানুষ রেহাই পেতে চললেও,  রেহাই পাবেন না কলকাতার মানুষ। 
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ বঙ্গের ১১টি জেলায় ঝড় সমেত বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এই জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্দ্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও মুর্শিদাবাদ। এর সঙ্গে সঙ্গে আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, এবং পাহাড়ের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর বঙ্গে ইতিমধ্যেই কিছুটা বৃষ্টি হয়েছে। 
এই মুহূর্তে কলকাতায় কাল বৈশাখী বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তৈরী হয় নি, এমনকি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেও তার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলীপুর আবহাওয়া দপ্তর। সুতরাং গরম থেকে এখনই নিস্তার পাচ্ছেন না কলকাতা এবং দুই ২৪ পরগনার মানুষ। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages