PFIর টাকা খেটেছিল দিল্লীর দাঙ্গা ও শাহিনবাগে, গ্রেপ্তার কয়েকজন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


PFIর টাকা খেটেছিল দিল্লীর দাঙ্গা ও শাহিনবাগে, গ্রেপ্তার কয়েকজন

Share This
দেশের খবর
ধৃত তাহির হুসেন (মধ্যে)

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১২/০৩/২০২০ : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'(PFI)র টাকা খাটানো হয়েছিল দিল্লীর হিংসায়, এই কথা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন সংসদে, আর তার পরেই আজ খবর পাওয়া গেল দিল্লী  পুলিশ PFIর বিপুল পরিমাণ টাকা দিল্লীর হিংসায় খাটানোর অপরাধে দু'জনকে গ্রেপ্তার করেছে।
যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম পারভেজ, সে হল এই পিএফআইয়ের দিল্লী ইউনিটের প্রেসিডেন্ট এবং অন্যজনের নাম ইলিয়াস, সে রাজ্য ইউনিটের সচিব। দিল্লীর হিংসার ঘটনায় এবং ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার অঙ্কিত শর্মার হত্যায় অভিযুক্ত তাহির হুসেনকে জিজ্ঞাসাবাদ করে এই দুইজনের নাম পেয়েছে দিল্লী পুলিশ। 
'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ, আর এখনো পর্যন্ত যে তথ্য পুলিশের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, শুধুই দিল্লীর হিংসায় নয়, সম্ভবত ওই ফান্ডের টাকা খাটানো হয়েছিল দিল্লীর শাহিনবাগের প্রতিবাদেও। তবে এই ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছনোর আগে পুলিশ আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহের জন্যে অপেক্ষা করছে। দিল্লী হিংসার ঘটনায় আইএস জঙ্গী  যোগ থাকার সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে। 
এর আগে দিল্লীর হিংসায় জড়িত থাকায় পুলিশ গ্রেপ্তার করেছিল দানিশ বলে একজনকে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সেই দানিশের থেকে জানা গিয়েছে, দিল্লীতে সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদের জন্যে  পিএফআইয়ের টাকা গভীরভাবে খাটানো হয়েছিল। তাহির হুসেনের ভাই শাহ আলমকেও গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ, তাছাড়া তাহির হুসেন ও শাহ  আলমকে আশ্রয় দিয়েছিল, এমন আরও তিনজনকে আটক করেছে দিল্লী পুলিশ।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages