রোদ্দুর রায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে FIR করছে শিক্ষক সংগঠন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রোদ্দুর রায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে FIR করছে শিক্ষক সংগঠন

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ১২/০৩/২০২০ : নেট দুনিয়ায় বিগত বেশ কয়েক মাস ধরেই অভিযোগ উঠছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে, আর শেষমেশ তার বিরুদ্ধে কলকাতার বেলেঘাটা থানায় FIR দায়ের করল রাজ্যের শিক্ষকদের একটি সংগঠন।
রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায় বেশ কিছুদিন ধরেই রবীন্দ্রনাথের গানকে  বিকৃত করে অশ্লীল শব্দ বসিয়ে সেই গান আপলোড করছিল ইউ টিউবের মত সোশ্যাল মিডিয়ায়। বিকৃত করা সেই গান চেটেপুটে খাচ্ছিল কম বয়সীদের মধ্যে একটা শ্রেণী। প্রচুর পরিমাণে লাইক পড়ছিল রোদ্দুরের পোস্টগুলিতে। এই বিষয়টি এতদিন চলছিল সোশ্যাল মিডিয়াতেই। কিন্তু কিছুদিন আগেই দোলের উৎসবে বিকৃত সেই গানের অশ্লীল শব্দগুলিকে আবির দিয়ে নিজেদের পিঠে এবং শরীরে লিখে একদল তরুণ ও তরুণী  প্রদর্শন করায়, তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করে। 
বিতর্কের জল আরও গড়ায় যখন দেখা যায় তরুণ তরুণীদের মধ্যে অনেকেই আসক্ত হয়ে পড়েছে রোদ্দুরের পাগলামো ভরা বিকৃত রবীন্দ্র সংগীতে। নতুন প্রজন্মের এক অংশের এই আসক্তি রবীন্দ্রাভারতির পর প্রকাশ্যে আসে মালদহের একটি ফেসবুক ফুটেজে, যেখানে চার স্কুল ছাত্রী রোদ্দুরের অশ্লীল গান গেয়ে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, ওই অল্পবয়সী স্কুল ছাত্রীরা অবলীলায় অশ্লীল শব্দ প্রকাশ্যে উচ্চারণ করছে দেখে শিউরে ওঠেন রাজ্যবাসী।তারপর বারাসাতের আর একটি স্কুল ছাত্র ছাত্রীদের ফেসবুক ফুটেজেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। 
রোদ্দুর রায়ের এই বিকৃত মানাসিকতার বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের মানুষ। 'এই অপসংস্কৃতি বন্ধ হোক' এই দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। রাজ্যের বিভিন্ন গায়করা এটাকে  মস্তিস্ক বিকৃতি আর পাগলামো বলছেন । 
অবশেষে কলকাতার বেলেঘাটা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য যুক্ত মঞ্চ। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে খোঁজ খবর শুরু করেছে। শিক্ষক সংগঠনটি জানিয়েছে, "কবিগুরু রবীন্দ্রনাথকে  রাজ্যের মানুষ ভগবানের জায়গায় রাখেন, সে নজরুলের গণকেও বিকৃত করছে,  রোদ্দুর রায়ের এই পাগলামো যুব সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। এতে বাংলার মাথা গোটা বিশ্বের কাছে হেঁটে হচ্ছে, সরকারের উচিত ছিল একে স্বতঃপ্রণোদিত হয়ে আগেই গ্রেপ্তার করা, সেটা যখন হয়নি, সেই কাজটা আমরা করতে এগিয়ে এসেছি, আজ আমরা যেমন বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করলাম, তেমন গোটা রাজ্যের অন্যত্র মোট ২২টি থানায় আমরা ওই পাগলের বিরুদ্ধে এফআইআর করব।"
এদিকে তার বিরুদ্ধে গ্রেপ্তরির দাবি এত জোরালো হচ্ছে দেখে রোদ্দুর রায় একেবারে 'ডোন্ট কেয়ার' ভঙ্গিতে, সে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, 'ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখাক'। আবার কোথাও লিখেছে, 'সকাল থেকে বসে রইলাম, কই একজন পুলিশের দেখাও তো পেলাম না'। এই পোস্টগুলিও ছিল অশ্লীল গালিগালাজে ভর্তি, এই ইউ টিউবার গালিগালাজকে অস্ত্র করে নিজের এমন একটা ইমেজ তৈরী করে নিয়েছে, যা কিনা এক শ্রেণীর তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, তাদের ভাল লাগাচ্ছে। তারা ফ্যান হয়ে যাচ্ছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages