বাংলাদেশকে সেনা প্রশিক্ষণ দিতে চায় ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাংলাদেশকে সেনা প্রশিক্ষণ দিতে চায় ভারত

Share This
আন্তর্জাতিক

আজ খবর (বাংলা),ঢাকা , বাংলাদেশ, ০৩/০৩/২০২০ :  "CAA ও NRC ভারতের আভ্যন্তরীন বিষয়, তাই সেগুলি নিয়ে বাংলাদেশের মানুষের চিন্তার কোনো কারণ নেই", এই কথা স্পষ্টভাবে  বলে বাংলাদেশকে আশ্বস্ত করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ শৃঙ্গলা। 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ মাসের শেষের দিকেই বাংলাদেশে সফর করার কথা। তাঁর বাংলাদেশ সফরের আগেই ভারতের বিদেশ সচিব গিয়েছেন বাংলাদেশ সফরে। ভারতের বিদেশ সচিব হিসেবে প্রথমবার ঢাকায় গিয়েই শৃঙ্গলা সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে। সেই সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবং নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে নানান কথা বার্তা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের বিদেশ সচিবের মধ্যে। এরপর শৃঙ্গলা সাক্ষাৎ করেন বাংলাদেশের পরিবহন মন্ত্রী মাসুম বিন মামুন ও আওয়ামী লীগের সেক্রেটারি জেনেরাল ওবাইদুল  কাদিরের সাথে।
বাংলাদেশের সেনাবাহিনীকে আরও উন্নত করার লক্ষে ভারত কাজ করতে চায় বলে সেনা সম্পকিত বেশ কিছু প্রস্তাব বাংলাদেশের কাছে পেশ করেছেন ভারতের বিদেশ সচিব। ভারত এখন  সেনা প্রশিক্ষণ শিবিরের কাজ করে চলেছে অন্যান্য দেশের সাথে, তাই বাংলাদেশের সেনাকেও উন্নত প্রযুক্তি সহ অন্যান্য ট্রেনিং দেওয়ার ব্যাপারে প্রস্তাব রেখেছেন শৃঙ্গলা। এর জন্যে ভারত ৫০০ মিলিয়ন ডলার অর্থ ও  সেনা সহযোগিতা খরচ করতেও প্রস্তুত রয়েছে  বলে জানা গিয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages