রোগ ছড়াবেন না, ভালবাসা ছড়ান : প্রীতি জিন্টা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রোগ ছড়াবেন না, ভালবাসা ছড়ান : প্রীতি জিন্টা

Share This
বিনোদন

আজ খবর (বাংলা), মুম্বই, ১৭/০৩/২০২০ : করোনা ভাইরাসের জন্যে তোলপাড় দেশের জনজীবন। এখনো পর্যন্ত ভারতে  ১২৮ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, আজ মুম্বইতে কস্তুরবা গান্ধী হাসপাতালে এক বৃদ্ধ মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে, এই নিয়ে আমাদের দেশে মৃতের সংখ্যা হল  ৩;
দেশের সর্বস্তরের মানুষ এবং প্রশাসন করোনা নিয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন। মেগাস্টার অমিতাভ বচ্চন নিজে কবিতা লিখে করোনা সম্বন্ধে সচেতন করেছেন। অন্যান্য গায়ক বা গায়িকাদের পাশাপাশি প্রাক্তন গায়ক বাবা সায়গল আজ তাঁর নতুন গান প্রকাশ করেছেন করোনা নিয়ে। এই সবকটি প্রচেষ্টাই ছিল করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার জন্যে।
এবার প্রকাশ্যে এলেন অভিনেত্রী প্রীতি জিন্টা ।৪৫ বছরের এই অভিনেত্রী  আজ নিজের একটি ভিডিও  ইনস্ট্রাগ্রামে পোস্ট করে বলেছেন, " আমি জানি দেশবাসীর মন ভাল নেই, প্রায় প্রত্যেককেই জোর করে ছুটি কাটাতে হচ্ছে নিজের বাড়িতে। কিন্তু শুধু নিজের ভালর জন্যেই নয়, গোটা দেশের ভালর জন্যেই এখন আমাদের নিজেদের ঘরেই থাকা ভাল খুব প্রয়োজন না থাকলে বাড়িতেই থাকুন। অনেক বেশি করে সাবান দিয়ে হাত ধুতে থাকুন। রোগটা সত্যিই খুব ছোয়াঁচে। একে আর কোনোমতেই ছড়িয়ে পড়তে দেওয়া যায় না।করোনা ভাইরাসকে ছড়িয়ে পড়তে দিয়ে আমরা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে পড়তে দিতে পারি না । তাই আমি বলতে চাইছি, রোগ ছড়াবেন না, ভালবাসা ছড়ান, বাড়িতে থাকুন আর সুস্থ থাকুন।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages