আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৫/০৩/২০২০ : আজ মোট ২৮৮ জন রাশিয়ানকে দেশ থেকে বিশেষ বিমানে চাপিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো হল; এই রাশিয়ানরা এতদিন ভারতেই ছিলেন।
আজ ভারতে রাশিয়ার দূতাবাস থেকে এভগেনি বেরেকা জানিয়েছেন, "ভারতে লক ডাউন হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছিলেন এদেশে থাকা মোট ২৮৮ জন রাশিয়ার নাগরিক। আজ এরোফ্লোটের একটি বিশেষ বিমানে এঁদেরকে রাশিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।"
এই মুহূর্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গোটা পৃথিবী রীতিমত কাঁপছে এই মারণ ব্যাধির মোকাবিলা করার জন্যে। কেননা এখনো পর্যন্ত এই রোগের সেভাবে কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩,৭৫,০০০ মানুষ যাঁদের মধ্যে ১৬,৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানতে পারা গিয়েছে। আজ যেভাবে বিশেষ বিমানে চাপিয়ে রাশিয়া তাদের নাগরিকদের ভারত থেকে তুলে নিয়ে গিয়েছে, ঠিক সেভাবেই ভারত এর আগে ইরান, চীন, ইতালি ও অন্য দেশ থেকে অসহায় ভারতীয়দের তুলে নিয়ে এসেছে।
সৌজন্যে : ANI
Loading...