আজ খবর (বাংলা), কলকাতা, ০২/০২/২০২০ : গতকাল স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় আসার প্রতিবাদ জানিয়ে পথে নেমে আন্দোলন করছিল বাম কর্মীরা। ধর্মতলা চত্বরে বিজেপির কর্মীদের প্রায় মুখোমুখি চলে আসে বামেদের প্রতিবাদীরা। সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর।
গতকাল ধর্মতলায় বাম কর্মীদের সাথে প্রায় সংঘর্ষ লেগে যাওয়ার জোগাড় হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। গতকাল অমিত শাহ কলকাতায় এসেছিলেন জনসভা করতে, সেই জনসভা উপলক্ষেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আসছিলেন দলে দলে, সেই সময় ধর্মতলা চত্বরেই 'অমিত শাহ গো ব্যাক' বলে স্লোগান দিচ্ছিল বাম সমর্থকেরা। এই সময়েই দুই দল মুখোমুখি হয়ে সংঘর্ষ বাঁধার উপক্রম হয়েছিল।
ওই সময় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়, বামেরা তখন মুহুর্মুহু স্লোগান দিচ্ছে 'অমিত শাহ গো ব্যাক' এবং 'আজাদী আজাদী' বলে. উল্টোদিকে বিজেপি সমর্থকেরা স্লোগান দিচ্ছে 'জয় শ্রীরাম' বলে. কিন্তু এর মধ্যেই বিজেপির কয়েকজন সমর্থক 'গোলি মারো' স্লোগান দিলে বিজেপির তিন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজনের নাম সুরেন্দ্র কুমার তেওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রাসাদ। আজ তাঁদের আদালতে পেশ করা হবে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "ওরা আজাদী আজাদী স্লোগান দিলেও কোনো দোষ নেই, আর আমরা গোলি মারো বললেই অপরাধ হয়ে গেল !"
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লীর অশান্তিতেও এই স্লোগান ব্যবহৃত হয়েছিল। সেখানেও গ্রেপ্তার করা হয়েছিল এই ধরনের স্লোগান দেওয়ার জন্যে।
Loading...