আজ খবর (বাংলা), ভূপাল, মধ্যপ্রদেশ, ২০/০৩/২০২০ : পড়ে গেল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। আজ সকালে ফ্লোর টেস্টের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন কমলনাথ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যে।" এরপরেই তিনি বেরিয়ে যান রাজ্যপালের সাথে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দিতে । গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আজ অর্থাৎ শুক্রবার মধ্যপ্রদেশে ফ্লোর টেস্ট করে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করার জন্যে। সেইমত আজই হওয়ার কথা ছিল সেই ফ্লোর টেস্ট, কিন্তু তার আগেই পদত্যাগ করলেন কমলনাথ।
সাংবাদিকদের কমলনাথ বলেছেন, 'বিজেপি তাঁর সরকারকে অস্থির করে তুলেছিল। গত ১৫ মাসে তাঁর সরকার রাজ্যকে একটা নতুন দিশা দেখিয়েছিল'। বিজেপি যেভাবে তাঁর বিধায়কদেরকে তুলে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে আটকে রেখে দিয়েছিল, তার জন্যে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ক্ষুব্ধ কমলনাথ।
কমলনাথ বলেছেন, "বিজেপি এখানে ১৫ বছর রাজত্ব করেছে, সেই জায়গায় আমি সময় পেয়েছিলাম মাত্র ১৫ মাস; আমি এই ১৫ মাসে নিরন্তর কাজ করে গিয়েছি রাজ্যের উন্নয়নের জন্যে। এই ১৫ মাসের প্রথম দিন থেকেই বিজেপি রাজ্যে নানা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে গিয়েছে। রাজ্যের মানুষ সবকিছু দেখেছে, জনগণ সবকিছু জানে। কিভাবে এই ১৫ মাস বিজেপি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে তা সবাই জানেন।আমরা গত ১৫ মাসের মধ্যে ৪০০টি অঙ্গীকার পূর্ণ করতে পেরেছিলাম, সেটা বিজেপির ভাল লাগেনি।"
Loading...