আজ খবর(বাংলা), রামপুর, উত্তর প্রদেশ, ০৭/০৩/২০২০ : প্রাক্তন অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়াপ্রদার বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উত্তর প্রদেশের রামপুর আদালত।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট-এর নিয়ম ভঙ্গ করার জন্যেই জয়াপ্রদার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। যদিও এই ব্যাপারে অভিনেত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
রামপুর আদালতে এই মামলার আগামী শুনানি রয়েছে এপ্রিল মাসের ২০ তারিখ, তার আগে উত্তর প্রদেশের পুলিশ জয়াপ্রদাকে গ্রেপ্তার করে কিনা, নাকি জয়াপ্রদা নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পন করবেন তাও এখনো পর্যন্ত স্থির করেনি কোনো পক্ষই।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির আজম খান জয়াপ্রদাকে ১ লক্ষের বেশি ভোটে পরাজিত করে দিয়েছিলেন।
Loading...