করোনা মোকাবিলায় সচেতনতার দৃষ্টান্ত মিনগ্লাস চা বাগানের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা মোকাবিলায় সচেতনতার দৃষ্টান্ত মিনগ্লাস চা বাগানের

Share This
রাজ্য

আজ খবর(বাংলা), মালবাজার, পশ্চিমবঙ্গ, 26/03/2020:  মালবাজারের কাছে মিনগ্লাস চা বাগানে করোনা ভাইরাসের মোকাবিলায় সচেতনতার খুব সুন্দর একটা  ছবি উঠে এল।
গতকালই আমরা খবর করেছিলাম উত্তরবঙ্গের চা বাগানগুলিতে সচেতনতার অভাবে চা শ্রমিকরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, যেখানে করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশে চলছে লক ডাউন। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই বার বার সামাজিক দুরত্বের কথা বলছেন এবং সবাইকে নিজেদের ঘরে থাকার কথা বলছেন। অথচ উত্তর বঙ্গের বেশির ভাগ চা বাগানগুলিতে স্রেফ সচেতনতার অভাবে এবং সেভাবে নজরদারি না থাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছিল।


মালবাজারের কাছে গুডরিক গ্রুপের মিনগ্লাস চা বাগানে আজ করোনা মোকাবিলার জন্যে যথেষ্ট প্রয়াস দেখতে পাওয়া গেল। প্রথমত, বাগান কর্তৃপক্ষ আজ বাগান কর্মীদের মধ্যে সচেতনতার একটি বিশেষ সভার ব্যবস্থা করেছিল। বাগানের অফিসিয়াল কর্মীরা সেখানে হাজির ছিলেন। কিন্তু এই সভায় নিয়ম মেনে একে অন্যের থেকে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছুটা দুরত্বে। যে  দুরত্ব রাখার কথা বার বার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
আজ ঐ চা বাগানে চা শ্রমিকদেরও করোনা মহামারী সম্পর্কে অবহিত করা হয়েছে। এই মহামারীর মোকাবিলায় কিভাবে থাকতে হবে এবং বাগান কর্তৃপক্ষ কি ভুমিকা নেবে তা ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজ বাগানের প্রায় সর্বত্র স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে মিনগ্লাস কর্তৃপক্ষ । একই উদ্যোগ নেওয়া উচিত অন্যান্য চা বাগানগুলিরও।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages