ভারতে করোনা মোট আক্রান্ত ৭২৪, মৃত ১৭ জন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতে করোনা মোট আক্রান্ত ৭২৪, মৃত ১৭ জন

Share This
 দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, 27/03/2020 : গোটা  দেশে এই মুহুর্তে করোনা আক্রান্তের সন্খ্যা বেড়ে হল 724, স্বাস্থ্য মন্ত্রক সুত্রে এই তথ্য জানা গিয়েছে।
গতকাল রাত্রি 8টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে দেশে করোনা রোগে আক্রান্ত হয়েছেন মোট 724 জন । গতকাল রাত পর্যন্ত নতুন করে আরও 30 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই মুহুর্তে দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে মোট 640 জনের করোনার চিকিৎসা  চলছে, তবে 66 জন করোনা রোগীকে ইতিমধ্যেই চিকিৎসা  করে সম্পূর্ণ সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।  ভারতে এখনো পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 17;
করোনা সংক্রান্ত এই তথ্যগুলি দেশের মোট 27টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত মহারাস্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এই রাজ্যে মৃতের সংখ্যা 4, গতকাল রাত্রে মহারাষ্ট্রে আর এক জনের মৃত্যু হয়েছে। কেরালায় নতুন করে আরও 19 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। কেরালায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা হল 137; যেটা এই মুহুর্তে অন্যান্য রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, আজ সকাল 9টা পর্যন্ত মোট 26,798 জনের থেকে 27,688টি নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা ভাইরাস পরীক্ষা করে দেখার জন্যে।
Also visit our Twitter account to check Aaj Khabor news. Log on @KhaborAaj
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages