রাজ্যে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত মোট ৯ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত মোট ৯

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ২৪/০৩/২০২০ : করোনায় আক্রান্ত হয়ে গতকাল প্রথম মৃত্যু হল পশ্চিমবঙ্গে। যদিও তাঁর মৃত্যু  ঘটেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সেই সঙ্গে আজ আরও দুজনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। এঁরা দুজনেই ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এই দুজনকে  নিয়ে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হলেন মোট ৯ জন
গতকাল বছর ৫৭র একজন মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু তাঁর দেহে করোনা ভাইরাস ছিল।যিনি জ্বর ও কাশি নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ১৬ তারিখে, গত ২১ তারিখে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানতে পারা যায়, গতকাল তিনি ওই  হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ভদ্রলোকের বাড়ি দমদমে, এঁর পুত্র ও পুত্রবধূ থাকেন, এই ভদ্রলোকও ইতালিতে যাতায়াত করেছেন একাধিকবার বলে জানতে পারা গিয়েছে। সম্ভবত তিনি রেলে চাকরি করতেন। সমস্যা সৃষ্টি হয় তাঁর মৃত্যুর পর। পরিবারের পক্ষ থেকে তাঁর দেহ নিতে কেউ আসেন নি। তাঁর শেষকৃত্য করতেও অস্বীকার করেন নিমতলা শ্মশানের কর্মীরা। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

"করোনা ভাইরাস আরও মারাত্মক হয়ে ওঠার আগেই তার বিষদাঁত ভেঙ্গে দিতে নিজেকে গৃহবন্দী রাখুন। নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম বাড়ি থেকেই সেরে ফেলার চেষ্টা করুন। আসুন শপথ নিই, কোরোনা ভারতে প্রবেশ করলেও তাকে কিছুতেই থাবা বাসাতে দেব না। আমরা নিজেদের বাড়িতেই  আবদ্ধ রাখব। আমাদের দেশকে মৃত্যুভূমি করে তুলব না। যতবার সম্ভব সাবান দিয়ে হাত ধুয়ে ফেলব, রোগের বিন্দুমাত্র লক্ষণ দেখা দিলেই জনাব চিকিৎসককে। কোনো ঝুঁকি নেব না, অসুস্থতা আড়াল করব না। মনে রাখবেন, সঠিক চিকিৎসায় আপনি সুস্থ হয়ে উঠতে পারেন, যেমন আর সবাই সুস্থ হয়ে উঠছেন। নিজেরা আতঙ্কিত হবেন না, অন্যকেও আতঙ্কিত হতে দেবেন না। ভারতই  পথ দেখাবে বিশ্বকে। আমরা করব জয়, নিশ্চয়।" -- সম্পাদক, আজ খবর 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages