অসংসদীয় আচরণের জন্যে কংগ্রেসের ৭ জন সাংসদ সাসপেন্ড - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অসংসদীয় আচরণের জন্যে কংগ্রেসের ৭ জন সাংসদ সাসপেন্ড

Share This
দেশের খবর

আজ খবর(বাংলা), নতুন দিল্লী, ০৫/০৩/২০২০ : অসংসদীয় ও অভব্য আচরণের জন্যে আজ কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হল  লোকসভা থেকে। বাজেট সেশনের বাকি অংশে এই সাতজন  সাংসদ আর অংশগ্রহণ করতে পারবেন না; 
আজ দুপুর ৩টের সময় বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি যখন চেয়ারে ছিলেন, তখন কংগ্রেসের এই সাংসদেরা এভাবেই আচরণ করতে থাকেন, মীনাক্ষী লেখি বলেন, সংসদে এইরকম আচরণ করতে এর আগে কাউকে দেখা যায় নি। এই সাংসদেরা পোডিয়ামে গিয়ে কাগজপত্র  ছিঁড়ে ছোঁড়াছুঁড়ি করছিলেন;  এরপর পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেসের এই সাতজন সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব দেন, সেই মত ধ্বনি ভোটের মাধ্যমে এই সাতজন  সাংসদদের সাসপেন্ড করে দেওয়া হয়।
সাসপেন্ড হাওয়া কংগ্রেসের সাতজন সাংসদ হলেন গৌরব গগৈ, টি এন প্রতাপন, ডিন কুরিয়াকোসে, আর উন্নিথন, মনিকম টেগোর, বেন্নি বেহনান ও গুরজিৎ সিং আউজলা। এঁদেরকে সাসপেন্ড করার পরেই আজকের মর সভা স্থগিত করে দেন মীনাক্ষী লেখি।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages