আজ খবর (বাংলা), কলকাতা, ৩০/০৩/২০২০ : লক ডাউনের সকালেই সপ্তাহের প্রথম দিনে অগ্নিকাণ্ডের কবলে ভবানীপুর অঞ্চলের একটি সম্ভ্রান্ত বহুতল আবাসন । ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।
আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে এলগিন রোড ক্রশিংয়ের কাছে সকাল সাড়ে ৯টা নাগাদ একটি বহুতল আবাসনে হঠাৎ করেই আগুন লেগে যায়। নিমেষে দাউ দাউ করে আগুন বড়সড় অগ্নিকাণ্ডের চেহারা নেয়, ১২ তলার ফ্ল্যাট ব্যাপকভাবে পুড়তে শুরু করে। আগুন এমন ভাবে ছড়াতে শুরু করেছিল যে, আশেপাশের ফ্ল্যাটগুলিতেও সেই আগুন ছড়িয়ে পরার উপক্রম দেখা দেয়। এই আবাসন্তীর নাম হল সাউথ সিটি গ্যালাক্সী।
খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্যে কাজ শুরু করে দেয়। প্রথমেই আবাসনের ওই বহুতলের সব বাসিন্দাদেরকে আবাসন থেকে বের করে আনা হয় নিরাপদে। এরপর দ্রুততার সাথে কাজ করে দমকল বাহিনী বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার প্রাথমিক অনুমান হিসেবে শর্ট সার্কিটের তত্ত্বই উঠে এসেছে, তবে 'অনুসন্ধান করে দেখতে হবে ঠিক কি কারণে আগুন লাগল', বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই।
দেখুন ভিডিও
Loading...