আজ খবর (বাংলা), চেন্নাই, ১২/০৩/২০২০ : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান না, তবে রাজ্যের রাজনীতিতে একটা পট পরিবর্তন হোক সেটাই চান, জানালেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা রজনীকান্ত।
তামিলনাড়ুতে ২০১২ সালের বিধানসভা নির্বাচনের দুই বছর পর এই জনপ্রিয় অভিনেতা জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে আসতে চান, তিনি কোনো দলে যোগ দেবেন না, বরং নিজেই একটি নতুন রাজনৈতিক দল তৈরী করবেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি সেভাবে কোনো দল তৈরী করেন নি।
আজ সকালে চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে তিনি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন, সেখানেই থালাইভার রজনীকান্ত জানালেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আমার কোনো ইচ্ছে নেই, তবে আমি চাই আমাদের রাজ্যে রাজনৈতিক বদল ঘটুক।একটা পরিবর্তন আসুক।"
পুরো বিষয়টিকে একটু খোলসা করে তিনি বলেন, "আমাদের রাজ্যের রাজনীতিতে দুজন ভয়ংকর শক্তিশালী স্তম্ভ ছিলেন, যাঁদের দেখে মানুষ ভোট দিতেন, তাঁরা হলেন জয়ললিতা এবং কালাইগনার। কিন্তু এখন সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। এখন মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৫০এর নিচে বয়স, এমন কারোর। যিনি মুখ্যমন্ত্রী হবেন দল তাঁকে চালাতে হবে না, বরং দল চালাবে অন্য কেউ, আর কম বয়সীদেরকেই দলে প্রাধান্য দিতে হবে, তবেই দল চলবে। একেবারে নিচের স্তরে নেতা তৈরী করাও উচিত নয়, কারন একটা সময় এই নেতাদেরকেই বিশাল ধনী হয়ে উঠতে দেখা যায়। সেটা পরে দলের ক্ষতি বাড়িয়ে দেয় ।"
রাজনীতি নিয়ে সাংবাদিকদের সামনে বুনিয়াদি পাঠ পড়ালেও, রজনীকান্ত নিজে কবে দল তৈরী করে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, আর কি নাম হবে সেই দলের, সে ব্যাপারে খোলসা করে কিন্তু কিছুই বললেন না আজকের সাংবাদিক বৈঠকে। রাজনীকান্তের বয়স এখন ৬৯, তিনি এখনো বছরে একটা বা দুটো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এই বয়সে তিনি আর কি নতুন করে রাজনৈতিক দল তৈরী করবেন ? সেটাই দেখার।
Loading...