ঘরে থাকার জন্যে সোশ্যাল মিডিয়ায় পীযুষ গোয়েলের নতুন মিম - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ঘরে থাকার জন্যে সোশ্যাল মিডিয়ায় পীযুষ গোয়েলের নতুন মিম

Share This
অফবিট

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৭/০৩/২০২০ : করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশে এখন লক ডাউন চলছে। কিন্তু তবু কিছু মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছেন এখনও।
সোশ্যাল মিডিয়ায় এই লক ডাউনকে কেন্দ্র করে মিম, উপদেশ, বিধিনিষেধ আর রঙ্গ তামাশার ঝড় উঠেছে। সেই তামাশায় অংশ নিয়েছেন নেতা-মন্ত্রী, অভিনেতা, পুলিশ, খেলোয়াড়, থেকে শুরু করে দেশের বিশিষ্ট জনের এবং তামাম জনসাধারণ। সাধারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় মজে রয়েছেন।
আজ দেশের রেলমন্ত্রী পীযুষ গোয়েল সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা পাঠালেন, যেখানে দেখা যাচ্ছে, একটি শিশু একটি পোস্টার ধরে রয়েছে, যেখানে লেখা রয়েছে, "জন্ম নেওয়ার জন্যে যদি মায়ের গর্ভে ৯ মাস কাটিয়ে দিতে পারি, তাহলে ভারত মায়ের জন্যে ২১ দিন ঘরে থাকতে পারব না ! সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages