'মধ্য প্রদেশের মত অবস্থা হবে অন্যান্য কিছু রাজ্যেও' : কৈলাস বিজয়বর্গীয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'মধ্য প্রদেশের মত অবস্থা হবে অন্যান্য কিছু রাজ্যেও' : কৈলাস বিজয়বর্গীয়

Share This
রাজনীতি

আজ খবর(বাংলা), ভূপাল, মধ্যে প্রদেশ, ১০/০৩/২০২০ : দেশীয় রাজনীতিতে চূড়ান্ত ওলটপালট এবং ভবিষ্যৎ চিন্তায় মশগুল দেশবাসী। গতকাল থেকে সকলেরই চোখ রয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে উত্থান পতনের দিকে। সেই পরিস্থিতিতে বিজেপির শীর্ষস্থানীয় নেতা বিজয়বর্গীয় জানালেন, 'মধ্য প্রদেশের মত অবস্থা হবে অন্যান্য কিছু রাজ্যেও। তাই আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে।' 
আজ বিজেপির শীর্ষস্থানীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "মধ্যপ্রদেশে যে অবস্থা হয়েছে, ঠিক সেই অবস্থা দেখতে পাওয়া যাবে দেশের অন্য কিছু রাজ্যেও। কমলনাথ সরকারের কাজকর্মে যে ঔদ্ধত্য দেখা যাচ্ছিল, তাতে সাধারণ কংগ্রেস কর্মীরা ভয়ের মধ্যে ছিলেন, তাই এই ধরনের সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছেন মধ্যপ্রদেশের বেশ কিছু কংগ্রেস নেতারা।
কৈলাস বিজয়বর্গীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "দেশের মধ্যে সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির বিষয়ে কংগ্রেস হাইকমান্ড যে অবস্থান নিয়েছিল, তা অনেক কংগ্রেস নেতাই মেনে নিতে পারেন নি। শুধু তাই নয়, কংগ্রেস হাইকমান্ডের অনেক সিদ্ধান্ত এমন ছিল, যা কংগ্রেস নেতা কর্মীদের বিভ্রান্ত করে তুলেছিল, তাঁরা কোনো কাজ স্বাধীনভাবে করতে ভয় পাচ্ছিলেন। তাঁরা একরকম আতঙ্কের মধ্যে দিয়ে চলছিলেন, আর তারই ফলশ্রুতি এই গন ইস্তফা। ঠিক এইরকম গন ইস্তফা আরও কিছু রাজ্যে দেখতে পাওয়া যাবে।"
ঠিক কোন কোন রাজ্যে এই ধরনের অস্থির অবস্থা দেখতে পাওয়া যাবে, ঠিক কি ইঙ্গিত করতে চাইছেন তিনি, কৈলাস বিজয়বর্গীয় অবশ্য তা খোলসা করেন নি। তাঁর নিশানা ঠিক কোন কোন রাজ্যে তা এখনও জানা যায় নি। আর কিছুদিন পরেই পুরভোট পশ্চিমবঙ্গে, তারপর আসবে বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গেও কি তবে এই ছবির  প্রতিফলন দেখতে পাওয়া যাবে ? এব্যাপারে এখনো মুখ খোলেন নি তিনি।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages