![]() |
বেলেঘাটা আই ডি হাসপাতালে করোনা আক্রান্তের আইসোলেশন সেন্টারে আর বেড খালি নেই বলে জানা গিয়েছে |
আজ খবর (বাংলা), কলকাতা, ২০/০৩/২০২০ : কলকাতায় আরও একজনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের উপস্থিতি। এই নিয়ে এই রাজ্যে দুজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
অদ্ভুত ব্যাপার হল এই যে আগের জনের মত এই দ্বিতীয় আক্রান্তও ইংল্যান্ডে পড়াশুনা করেন। সেখান থেকে ১৩ই মার্চ তিনি দেশে ফেরেন। ওই ব্যক্তি লন্ডন থেকে দিল্লী হয়ে কলকাতায় আসেন। সেই সময় তাঁর শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাঁকে আইসোলেশানে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা মানেন নি। দক্ষিণ কলকাতার এই যুবক তারপরে বিভিন্ন শপিং মলে গিয়েছেন, একাধিকবার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। এই যুবকের বাবার একটি দোকান আছে কালীঘাট অঞ্চলে, সেখানেও তিনি দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন এবং দোকানের কর্মী সহ অনেক ক্রেতার সংস্পর্শেও এসেছেন।
গত বুধবার এই যুবকের কাশি বেড়ে যাওয়ায় তাঁকে আইসোলেশানে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষায় করোনা ধরা পড়ে। এই যুবকের সঙ্গে দেশে ফিরেছিলেন দুই বন্ধু, যাদের মধ্যে একজনের বাড়ি ছত্তিশগড়ে এবং অন্য্ জনের বাড়ি চন্ডিগড়ে। সেই দুজনের শরীরেও ধরা পড়েছে করোনা ভাইরাস। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আগের জনের মত এই ছাত্রটিও চূড়ান্ত অবিবেচকের মত কাজ করেছেন, শরীরে করোনা ভাইরাস নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। যার ফলে অন্যদের শরীরেও করোনা সংক্রামিত হয়ে যেতে পারে।
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬, যার মধ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ বলে জানা যাচ্ছে ।
Loading...