লক ডাউনে দেশের সাধারণ মানুষের পাশে রিজার্ভ ব্যাঙ্ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


লক ডাউনে দেশের সাধারণ মানুষের পাশে রিজার্ভ ব্যাঙ্ক

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), মুম্বই, ২৮/০৩/২০২০ : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ এবং রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪করার কথা ঘোষণা করেছে। আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কথা জানান আর বি আই-এর গভর্নর শ্রী শক্তিকান্ত দাস। তিনি আরো জানান,সমস্ত ব্যাঙ্কের সি আর আর ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৩করা হয়েছে। নতুন এই হার আগামীকাল থেকেই এক বছরের মেয়াদে কার্যকর হচ্ছে। ব্যাঙ্কগুলির স্বার্থে গৃহীত এই ব্যবস্থার ফলে সমগ্র আর্থিক ব্যবস্থায় ৩,৭৪,০০০কোটি টাকার লিক্যুইডিটি যোগানো হবে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের যুক্তি ব্যখ্যা করতে গিয়ে শ্রী দাস জানানকোভিড-১৯ এর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রেখে রেপোরেট ও রিভার্স রেপোরেট কমানোর সিদ্ধান্ত হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব হ্রাস করে আর্থিক বিকাশ হারের পুনরুজ্জীবনে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করে শ্রী দাস জানানসমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানযারা ঋণ সহায়তা দিয়ে থাকেতাঁদের জন্য গত পয়লা মার্চ পর্যন্ত বকেয়া সমস্ত ঋণে কিস্তির ভিত্তিতে পরিশোধের ক্ষেত্রে তিনমাসের জন্য একটি বিশেষ মোরাটোরিয়াম ব্যবস্থা অবলম্বনের অনুমতি দেওয়া হচ্ছে। 
আজ রিভার্স রেপোরেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪করার যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছেতার ফলে রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে আমানত তহবিলের ক্ষেত্রে সাম্যিকভাবে ভাবে কিছুটা অনীহা সৃষ্টি হলেও পক্ষান্তরে এই ব্যবস্থা ব্যাংকগুলিকে ঋণ সহায়তা দানে আরো বেশি উৎসাহিত করবে বলে শ্রী দাস জানান।
ব্যাঙ্কের গভর্নর আরো বলেনবিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় অচল হয়ে পড়েছে। তাই ২০২০তে মন্থর অর্থনীতির পুনরুজ্জীবনে যে প্রত্যাশা করা হয়েছিলতাতে কোভিড-১৯ সংক্রমণজনিত ঘটনা প্রবাহের দরুণ ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এমন আশঙ্কা দেখা দিচ্ছে যে বিশ্ব অর্থব্যবস্থার এক বড় অংশই আবার মন্দার সম্মুখীন । রিজার্ভ ব্যাঙ্ক উদ্ভূত আর্থিক পরিস্থিতির উপর নজর রেখে চলেছে এবং চাহিদা অনুযায়ী অতিরিক্ত লিক্যুইডিটি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করছে।
কেন্দ্রের তরফে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছেসেই প্রসঙ্গে শ্রী দাস বলেনকোভিড-১৯ মহামারীর সংক্রমণ ও প্রভাব আটকাতে সরকার সময় মত পদক্ষেপ নিয়েছে।
শ্রী দাস আরো বলেন২০১৯-২০-র চতুর্থ ত্রৈমাসিকে জিডিপির বিকাশ হার ৪.%-এর যে প্রত্যাশা করা হয়েছিলতা এখন ঝুঁকির সম্মুখীন । কৃষি ও সহযোগী ক্ষেত্রগুলি বাদে অর্থনীতির একটা বড় অংশে করোনা ভাইরাস মহামারীর প্রভাব পড়তে চলেছে। এই পরিস্থিতিতে শ্রী দাস আমানতকারীদের ভীত না হয়ে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে সংযম বজায় রাখার পরামর্শ দেন। তিনি বলেনমানুষের ওপর কোভিড-১৯-এর প্রভাব ধীরে ধীরে অতিক্রান্ত হবে।
মুদ্রাস্ফীতি প্রসঙ্গে গভর্নর জানানগত জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসে যে ইঙ্গিত মিলেছেতা প্রথম তিন মাসের প্রত্যাশার তুলনায় বেশি।পেঁয়াজের মুল্যবৃদ্ধির প্রভাবের দরুন এই প্রবনতা। তবে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য এবং উদ্যানজাত ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে খাদ্যশস্যের দাম আরো কমার ইঙ্গিত মিলেছে।
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে আর্থিক নীতি কমিটি তার পূর্ব নির্ধারিত বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির বৈঠক গত ২৪ ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। কমিটির এই বৈঠকে ক্ষুদ্র অর্থনীতি এবং আর্থিক পরিস্থিতির বর্তমান দিক নিয়ে আলোচনা হয়।
রিজার্ভ ব্যাঙ্কের আজকের সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেনকরোনা ভাইরাসের প্রভাব থেকে দেশীয় অর্থ ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে আরবিআই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে অর্থ ব্যবস্থায় লিক্যুইডিটির যোগান বাড়বেতহবিল ব্যয় হ্রাস পাবে এবং এর ফলে মধ্যবিত্ত শ্রেণী ও ব্যবসা বাণিজ্য লাভবান হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে রিজার্ভ ব্যাংকের গভর্নরের গৃহীত পদক্ষেপগুলির প্রশংসা করেন। তিনি আরো বলেনকিস্তির ভিত্তিতে মেয়াদী ঋণ পরিশোধের ক্ষেত্রে তিনমাসের যে মোরাটোরিয়াম ব্যবস্থা এবং কার্যকরী মূলধনের ওপর সুদ সংক্রান্ত গৃহীত ব্যবস্থাদির ফলে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ লাভবান হবেন। রিজার্ভ ব্যাংকের গভর্নরের পরিস্কার পরিচ্ছন্ন থাকাসুরক্ষিত থাকা এবং ডিজিট্যাল লেনদেন বাড়ানোর ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছিলেন তা আজ আরো একবার স্মরণ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর প্রশংসা করেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages