এবার হুয়ান থেকে ছড়াতে চলেছে হ্যান্ডশেকের বদলে হুয়ান শেক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার হুয়ান থেকে ছড়াতে চলেছে হ্যান্ডশেকের বদলে হুয়ান শেক

Share This
 অফবিট

আজ খবর (বাংলা), হুয়ান, চীন, ০৫/০৩/২০২০ : যে হারে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে , আর যেভাবে এই মারন রোগ ত্রাসের সঞ্চার করেছে, তাতে চীনের মানুষ এখন আর অন্যদের সাথে হাত মেলাতে চাইছেন না; তাঁরা এখন হাত মিলিয়ে করমর্দন বা হ্যান্ডশেক না করে পা মিলিয়ে লেগ শেক  করতে চাইছেন।
হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করার যে চিরাচরিত প্রথা রয়েছে, তা এবার বোধ হয় ধীরে ধীরে বিদায় নিতে চলেছে চীন থেকে। হাতে হাত মেলালে যদি করোনা ভাইরাসের খাবার মুখে পড়তে হয়, তাই চীনের মানুষ এখন হাতের বদলে রাস্তাঘাটে প্রকাশ্যেই পায়ে পা মিলিয়ে লেগশেক  সারছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন স্বচ্ছন্দে। 
এই ধরনের লেগেসেকের নতুন নামকরণও করে ফেলেছেন চীনের জনগণ। এই লেগেশেকের  নাম তাঁরা দিয়েছেন 'হুয়ান শেক'; নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই হুয়ান শেক; চীন থেকে যেভাবে গোটা  বিশ্বে ছড়িয়েছে করোনা ভাইরাস, সেভাবেই গোটা বিশ্বে এবার হয়ত  ছড়িয়ে পড়বে এই  হুয়ান শেক বা লেগ শেক। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages