মহিলা ব্রিগেডকে চাপ না নিয়ে খেলার পরামর্শ শচীনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহিলা ব্রিগেডকে চাপ না নিয়ে খেলার পরামর্শ শচীনের

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ০৬/০৩/২০২০ : সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে লড়াই হল না বৃষ্টির জন্যে, তা সত্ত্বেও পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে উঠতে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
এবার মহিলা টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। টানটান উত্তেজনা রয়েছে ভারতীয় শিবিরে। কিন্তু উত্তেজনা নিয়ে খেলতে না নামার নিদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। শচীন ভারতের মহিলা ব্রিগেডের উদ্দেশ্যে বলেছেন, "ফাইনাল খেলতে নেমে প্রতিটা মুহূর্ত উপভোগ কর, ক্রিকেটকে উপভোগ কর, তাহলেই হবে।" 
শচীন জানিয়েছেন, তিনি কিছুদিন আগেই অস্ট্রেলিয়াতে ছিলেন, সেই সময় ওই বিশ্বকাপ ট্রফিটিকে তিনি খুব কাছে থেকে দেখে এসেছেন। সেই সময় ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন সেখানে ছিলেন। তাঁদের সাথে ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে শচীনের। তাঁদেরকে নিজেদের সেরা পারফরমেন্সটুকু  মাঠে গিয়ে উজাড় করে দিয়ে আসতে যতটা সম্ভব অনুপ্রাণিত করেছেন তিনি।
শচীন ভারতীয় মহিলা দল সম্বন্ধে বলেছেন, "ওরা  প্রত্যেকেই খুব ভাল প্লেয়ার, এদের খেলা দেখে ইয়াংস্টারেরা উদ্বুদ্ধ হয়েছে। আমি ওদের বলেছি, বাইরের দুনিয়ায় নয়, মনোসংযোগ করতে হবে শুধুমাত্র নিজের পারফরমেন্স নিয়ে। কোনো রকম প্রেসার যেন কেউ না নেয়, চাপমুক্ত হয়ে খেলাটাকে উপভোগ করতে করতে নিজের সেরা খেলা খেলে যেতে হবে। ওদের বলেছি ট্রফিটা দেশে নিয়েই ফিরো"
শচীন বলেন, "আমি ওদের বলেছি এই জয়মাল্য জাতির উদ্দেশ্যে তোমাদের নিয়ে আসতেই হবে, ক্রীড়া জগতের অন্যান্য ময়দানের খেলোয়াড়েরাও এই জয়মাল্য এনে দিয়েছে দেশকে, এবার তোমাদের পালা, যাও খেলাটাকে উপভোগ কর।" শচীনের এই ভোকাল টনিক মহিলা ব্রিগেডকে কতটা উদ্বুদ্ধ করতে পারল সেটা বোঝা যাবে ফাইনালের দিন। ৮ তারিখে ফাইনাল ম্যাচে  অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages