এখন কলকাতায় সংবাদপত্রের বিক্রি প্রায় নেই বললেই চলে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এখন কলকাতায় সংবাদপত্রের বিক্রি প্রায় নেই বললেই চলে

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ২৬/০৩/২০২০ : করোনা ভাইরাসের সংক্ৰমনের ভয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায়  সংবাদ পত্র বিলি করা বন্ধ হয়ে গিয়েছে। সংবাদ পত্রের বিক্রি কমে গিয়েছে প্রায় ৮০%, যার জেরে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে  চলেছে প্রিন্ট মিডিয়াগুলি।
করোনা ভাইরাস যাতে অনাহূতের মত ঘরে ঢুকে না পড়ে, তার জন্যে অনেকেই সংবাদপত্র নেওয়া বন্ধ করে দিয়েছেন। যাঁরা প্রতিদিন বাড়িতে বাড়িতে সংবাদপত্র পৌঁছে দেন, তাঁদের সাথে কথা বলে জানা গেল, 'অনেক ক্রেতাই সংবাদ পত্র নিতে চাইছেন না, করোনা সংক্রমণের ভয়ে। অনেক হাউসিংয়ে হকারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বহুতলের ক্ষেত্রে হকারদের লিফট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। হকাররা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা বেশ অসম্মান জনক জায়গায় চলে গিয়েছে।'
কলকাতার পথে আর এক দল  সংবাদ পত্র বিক্রেতা বলছেন, "এই লক ডাউনের সময় যাঁরা পথে নেমে কাজ করছেন, জরুরী পরিষেবা দিচ্ছেন, সরকারি  তরফে তাঁদের জন্যে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি তাঁদের বীমাও করিয়ে দেওয়া হয়েছে। অথচ সরকার আমাদের কিছু দিচ্ছে না, আমরা পথে নেমে যদি কাজ করি, যদি আমাদের করোনা সংক্ৰমন হয়, তাহলে তার দায়িত্ব কে নেবে ? তাই কলকাতার বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমরা এই মুহূর্তে সংবাদ পত্র বিতরণ বন্ধ রেখেছি।" 
কিন্তু এর মাধ্যমেই চুপিসারে একটা ব্যাপার ঘটে যাচ্ছে।  টেলিভিশন আসার পর থেকে সংবাদ পাত্রের কদর বেশ কিছুটা কমে গিয়েছিল। গোটা পৃথিবীতেই মুদ্রণ মাধ্যমের চাহিদা পড়ে গিয়েছিল। এরপর ডিজিটাল মিডিয়া এসে যাওয়ায়, তার তীব্র প্রতিযোগিতার বাজারে সংবাদ পত্রের বিক্রি আরও অনেকটা কমে গিয়েছিল। গোটা বিশ্বের বহু সংবাদ পত্র প্রকাশনা বন্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর এখন নিমেষে ছড়িয়ে পড়ছে, যার জন্যে একটু একটু করে পিছু হঠছে সংবাদপত্র। যে ঘটনার খবর মুহূর্তেই পাওয়া সম্ভব,  সেই ঘটনার খবর পেতে পরের দিন তো নয়ই, কয়েক ঘণ্টা অপেক্ষা করতেও মোটেই রাজি নয়  আগামী ও বর্তমান প্রজন্ম। 
টানা ২১ দিন বা তার  বেশি দিন যদি মানুষ টিভি ও নেট সংবাদের ওপরেই নজর রাখার অভ্যাস করে নেয়   এবং সেই নিউজেই সন্তুষ্ট হয়, তাহলে সংবাদ পত্রের প্রকাশনার বাজারে আসতে চলেছে বড়ই দুর্দিন। কেননা, আগের দিনের ঘটনার বিস্তারিত বিবরণ ঘটনা ঘটে যাওয়ার অনেক ঘণ্টা পরে খুঁটিয়ে পড়ার ধৈর্য বা অবকাশ কোনোটাই নেই বর্তমান প্রজন্মের কাছে। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages