করোনা ত্রাণ তহবিল ছাড়াও পথ সারমেয়দের জন্যে ১০ লক্ষ টাকা দান করলেন রোহিত শর্মা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা ত্রাণ তহবিল ছাড়াও পথ সারমেয়দের জন্যে ১০ লক্ষ টাকা দান করলেন রোহিত শর্মা

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ৩১/০৩/২০২০ : করোনা মহামারীর মোকাবিলার জন্যে মোট ৮০ লক্ষ টাকা দেন করলেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা।
রোহিত শর্মা আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তাহবিলেজমা দিয়েছেন ৪৫ লক্ষ টাকা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জামা দিয়েছেন ২৫ লক্ষ টাকা। রোহিত শর্মার সারমেয় প্রেম অনেকেরই জানা, অনেকের অজানা। রোহিত তাঁর লাব্রাডর ও বিগল পোষ্যদুটিকে খুব ভালবাসেন। তাই পাঠের সারমেয়রা যাতে লক ডাউনের দিনগুলিতে অভুক্ত না থাকে তার জন্যে ফিডিং ইন্ডিয়া অর্গানাইজেশন ও ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস নামক দুই স্বেচ্ছাসেবী সংগঠনদুটিকে ৫ লক্ষ টাকা করে দান করেছেন।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই দান করেন কিন্তু রোহিতের পথ সারমেয়দেরকে খাওয়ানোর জন্যে এই দান অবশ্যই প্রশংসার যোগ্য এবং তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
আর এক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ লক্ষ টাকা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা দান করেছেন। বিসিসিআইয়ের তরফ থেকে এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ৫১ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। 
মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ২৫ লক্ষ টাকা।  এছাড়াও করোনা মহামারীর মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, স্প্রিন্টার হিমা দাস, শাটলার পি ভি সিন্ধু ও কুস্তিগীর বজ্রং পুনিয়া।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages