বিজেপির বিরুদ্ধে ঘুষ দিয়ে মধ্যপ্রদেশে সরকার ফেলে দেওয়ার অভিযোগ দিগ্বিজয় সিং-এর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপির বিরুদ্ধে ঘুষ দিয়ে মধ্যপ্রদেশে সরকার ফেলে দেওয়ার অভিযোগ দিগ্বিজয় সিং-এর

Share This
রাজনীতি
দিগ্বিজয় সিং (ফাইল চিত্র)

আজ খবর (বাংলা), গুরগাঁও, হরিয়ানা, ০৪/০৩/২০২০ : বিজেপির বিরুদ্ধে কংগ্রেসি বিধায়কদের ঘুষ দিয়ে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।  
আজ দিগ্বিজয় সিং সাংবাদিকদের বলেন, "মধ্যপ্রদেশের ১০-১১ জন  বিধায়ককে প্রায় ২৫ - ৩৫ কোটি টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানতে পেরেছি। এই বিধায়কদের গুরগাঁও-এর আইটিসি রিসর্টে আটকে রাখার চেষ্টা হয়েছিল। তাঁদের মধ্যে বিধায়িকা রমাবাঈ  হোটেলের পিছন দিক দিয়ে হোটেল থেকে বেরিয়ে আসেন।".
কংগ্রেস নেতাদের বক্তব্য, মধ্যপ্রদেশে কংগ্রেস পরিচালিত সরকার ফেলার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। আজ  দিগ্বিজয় সিং অভিযোগ করে বলেছেন, "বিজেপির রামপাল সিং, নরোত্তম মিশ্র, অরবিন্দ বাহাদুড়িয়া  এবং সঞ্জয় পাঠকদের মত নেতারা এই চক্রান্তের পিছনে রয়েছে। যদি হঠাৎ করে সেই সময়েই তল্লাশি চালানো হত, তাহলে হয়ত ওরা  ধরা পরে যেতে পারত। ১০-১১ জনের মধ্যে এখনো পর্যন্ত অন্তত ৪ জন ওখানে আটকে আছে, বাকিরা ফিরে এসেছেন আমাদের কাছে, আমাদের বিশ্বাস এরপর ওই চারজন বিধায়কও ফিরে আসবেন আমাদের কাছে।"
দিগ্বিজয় সিং বিধায়িকা রমাবাঈ   যে একা ওই  হোটেল থেকে বেড়িয়ে এসেছেন বলে দাবি করছেন, সেটা মানতে চান নি অনেকে, তাঁরা বলছেন "রমাবাঈয়ের সাথে বেরিয়ে এসেছিলেন মধ্যে প্রদেশের মন্ত্রী ও বিধায়ক জিতু পাটোয়ারী এবং বিধায়ক জয়বর্ধন সিং। এই ব্যাপারে জিতু পাটোয়ারী জানিয়েছেন, "সব কিছু নিয়ন্ত্রনেই রয়েছে, আজ আমরা এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করব।" এই বিষয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। দিগ্বিজয় সিং বিজেপির এভাবে ঘোড়া কেনা বেচার অভিসন্ধিকে তীব্র নিন্দা করেছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages