আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ০২/০৩/২০২০ : গতকাল থেকে জম্মুর বিখ্যাত সিটি চকের নাম নাম বদলে গেল, নতুন নাম হল 'ভারতমাতা' চক। গতকাল থেকে নতুন নাম চালু করা হয়েছে।
জম্মুর মিউনিসিপাল কর্পোরেশন জম্মুর ঐতিহাসিক সিটি চকের নাম বদলে নতুন নাম রেখেছে ভারত মাতা চক।
সেই সঙ্গে সার্কুলার রোড যেখান থেকে শুরু হচ্ছে, সেই মোড়টির নাম রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির নামে। সেই জায়গাটির নতুন নাম হয়েছে 'অটল বিহারি' চক।
জম্মু শহরের এই দুই জায়গার নামের বদল চেয়ে চারমাস আগেই একটি প্রস্তাব জমা দিয়েছিলেন জম্মুর সিনিয়র মেয়র (JMC) পূর্ণিমা শর্মা। তাঁর সেই প্রস্তাবনাকেই বাস্তবায়িত করা হল গতকাল। জম্মুর সিটি চকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে বিশালাকার জাতীয় পতাকা ওড়ানো হয়।
Loading...