আজ খবর (বাংলা), পদুচেরি, ২৬/০৩/২০২০ : সাধারণ মানুষই শুধু নন, এবার লক ডাউনের নিয়ম ভাঙলেন একজন বিধায়ক। লক ডাউনের নিয়ম ভাঙ্গায় গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেসের ওই বিধায়ককে।
করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশে চলছে লক ডাউন, কিছু কিছু রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে কার্ফু। কিন্তু সেই কার্ফু বা লক ডাউনের নিয়ম ভেঙেই পুদুচেরির কংগ্রেস বিধায়ক সব্জি ভর্তি ব্যাগ বিতরণ করতে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। ওই বিধায়কের নাম জন কুমার। তিনি যেখানে সব্জি ভর্তি ব্যাগ বিতরণ করছিলেন, সেখানে ব্যাপক ভিড় হয়ে যায়. সকলেই ব্যাগ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ওই অঞ্চলে ২০০ জনেরও বেশি মানুষের জামায়েত তৈরী হয়ে যায়। যেখানে করোনা ভাইরাসের সংক্ৰমন হয়ে যেতেই পারত।
পুলিশ এসে ওই ভিড়কে সরিয়ে দেয় এবং ওই বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুদুচেরির যে অঞ্চলে এই ঘটনা ঘটে সেই জায়গাটির নাম নেলিথোপে, এই জায়গাটি ওই বিধায়কের বাড়ির কাছেই, তাই উৎসাহিত হয়েই হোক বা রাজনীতির কারণেই হোক তিনি সমাজসেবা করতে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু মাত্র কয়েকদিন আগেই পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী পুদুচেরি জুড়ে আগামী ৩১শে মার্চ পর্যন্ত কার্ফু ঘোষণা করেছিলেন।
Loading...