আজ খবর,(বাংলা), সিমলা, হিমাচল প্রদেশ, ৩১/০৩/২০২০ : করোনা মহামারীর মোকাবিলায় যে সব ব্যক্তিরা কোয়ারেন্টাইন রয়েছেন তাঁদের ওপর বিশেষ নজরদারি চালানোর জন্যে একটি মোবাইল এপ্লিকেশন প্রকাশ করল হিমাচল প্রদেশ সরকার।
এই এপ্লিকেশনের দ্বারা বিশেষ করে যাঁরা হোম কোয়ারেন্টাইন রয়েছেন, তাঁদের ওপরে নজরদারি চালানো হবে, তাঁরা কোনোভাবে হোম কোয়ারেন্টাইনের শর্ত ভাঙছেন কিনা, সেদিকেও নজর রাখা যাবে। হিমাচলের তথ্য ও প্রযুক্তি দপ্তরের ডিরেক্টর রোহন চাঁদ ঠাকুর জানিয়েছেন, "এই এপ্লিকেশনটি মূলত ওটিপি নির্ভর একটি প্রযুক্তি। মোবাইলের মাধ্যমেই যাঁরা হোম কোয়ারেন্টাইন বা হাসপাতালের পর্যবেক্ষণে আছেন, তাঁদের ওপর নজরদারি চালানোর জন্য বেশ সহায়ক হয়ে উঠবে এই প্রযুক্তি।"
এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে মোট ১৭৭৯ জন হোম কোয়ারেন্টাইন রয়েছেন। এখনো পর্যন্ত এই রাজ্যে ১ জনের করোনার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মোট ২১১ জনের স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ২০৮ জনের নমুনায় কিছুই পাওয়া যায় নি। মোট ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল, যাঁদের মধ্যে ১ জন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছেন, এবং ১ জন তিব্বতি শরণার্থী মারা গিয়েছেন। প্রশাসনের তরফ থেকে হিমাচল প্রদেশ জুড়ে সতর্কতার জন্যে প্রচার চালানো হচ্ছে। এছাড়াও নতুন আবিষ্কৃত ওই এপ্লিকেশন, যার নাম 'করোনা মুক্ত হিমাচল'-এর মাধ্যমে কোয়ারেন্টাইন থাকা মানুষের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
Loading...