![]() |
জনসভায় অমিত শাহ, দিলীপ ঘোষ ও মুকুল রায় |
আজ খবর (বাংলা), কলকাতা, ০১/০৩/২০২০ : আজ কলকাতায় এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ শহীদ মিনার প্রাঙ্গন থেকে জনসভায় তিনি বার বার আক্রমণ করে গেলেন মমতা বান্দ্যোপাধ্যায়কে। সূচনা করলেন বিজেপির নতুন কর্মসূচি ও স্লোগান 'আর নয় অন্যায়'।
মা কালির পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে আজ জনসভায় অমিত শাহ বলেন, "আপনারা (রাজ্য সরকার) আমাদের হেলিকপ্টার নামতে দেন নি, জনসভার মঞ্চ ভেঙে উপরে দিয়েছেন, শত বিরোধিতা করেও মমতা দিদি কি আমাদের আটকাতে পেরেছেন ? এবার 'আর নয় অন্যায়'। এই স্লোগান এই রাজ্যে পরিবর্তন আর বিকাশের স্লোগান। শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের জন্যে আত্মবলিদান দিয়েছিলেন। তাঁর সেই আত্মবলিদান বৃথা যাবে না. শ্যামাপ্রসাদ এক দেশ, এক আইনের যে স্বপ্ন দেখেছিলেন, নরেন্দ্র মোদী সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন।মমতা দিদি সেই পথে বাধা দিতে চেয়েছিলেন। সেই মমতাকে আপনারা কখনোই ক্ষমা করবেন কি ?"
অমিত শাহ নাগরিকত্ব আইন নিয়ে বলেন, "একটা সময় মমতা দিদি এই বিলের সমর্থনে সোচ্চার হয়ে সংসদ অচল করে দিতেন, আর এখন তিনিই এর বিরোধিতা করে যাচ্ছেন। এই আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা।
সিএএ নাগরিকত্ব নেয় না, নাগরিকত্ব দেয়, এখানে সিএএর প্রতিবাদে গাড়ি, ট্রেন সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমি মমতা দিদিকে একটা প্রশ্ন করতে চাই, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে যে মানুষরা সব কিছু খুইয়ে আমাদের দেশে আশ্রয় নিতে আসছেন তাঁরা আপনার আপন নন, শুধুমাত্র অবৈধভাবে যারা এতদিন অনুপ্রবেশ করে আমাদের দেশে এসে বসে আছেন তাঁরাই আপনার আপনজন ? যাই হোক, আপনি যাই ভাবুন না কেন, আমরা নাগরিকত্ব আইন করেই ছাড়ব। আপনি আমাদের কোনোভাবেই রুখতে পারবেন না। মাতুয়াদেরকেও আপনি নাগরিকত্ব পেতে দিতে চাইছেন না। বড়মার আদর্শের বিরোধিতা করছেন আপনি।"
![]() |
শহীদ মিনার প্রাঙ্গনে জনসভা সেরে অমিত শাহ চলে যান কালীঘাট মন্দিরে পুজো দিতে |
এরপর অমিত শাহ বলেন, "মমতা দিদির আমলে বাংলা অনেক পিছিয়ে গিয়েছে। এখানে চাকরি নেই, কর্ম সংস্থান নেই,
কৃষকরাও ঋণে জর্জরিত হয়ে রয়েছে। এখানে একজন শিশু জন্মালেই ৪০ হাজার টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে। নরেন্দ্র মোদী এই বাংলার জন্যে এখনো পর্যন্ত মোট ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা পাঠিয়েছেন , কিন্তু সেই টাকার বেশিরভাগটাই এখানকার শাসকদলের পার্টির লোকেদের কাছে চলে যাচ্ছে। এখানে রয়েছে সিন্ডিকেট রাজ, যা এই বাংলাকে শেষ করে দিচ্ছে, মমতা দিদি এই বাংলাকে সোনার বাংলা কোনোদিনই বানাতে পারবেন না, সেটা একমাত্র মোদির হাত ধরে বিজেপিই পারবে। আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন, একবার শুধু বিজেপিকে সুযোগ দিন, ৫ বছরের মধ্যে এই বাংলাকে আমরা সোনার বাংলা বানিয়ে দেব।" আজ অমিত শাহ একটি মোবাইল নম্বর ঘোষণা করেন, তিনি বলেন এটিই হল 'আর নয় অন্যায়'-এর নম্বর, এই নম্বর বাংলায় পরিবর্তন আনবে, এই নম্বর বাংলায় ভ্রষ্টাচার দূর করবে, এই নম্বর সোনার বাংলা গড়বে । অমিত শাহের দেওয়া সেই নম্বরটি হল ৯৭২৭২৯৪২৯৪, কোথাও কোনো অন্যায় দেখলেই এই নম্বরে মিসড কল দিয়ে জানানোর আহবান করেন অমিত শাহ। আজকের মঞ্চ থেকে অমিত শাহ যে স্লোগান দিলেন, তা হল ' বাংলার মানুষ আর কোনো অন্যায় সহ্য করবে না, আর নয় তোলাবাজি, আর নয় স্বজনপোষণ, আর নয় অন্যায়'।
Loading...