আজ খবর (বাংলা), ভুবনেশ্বর, ১৯/০২/২০২০ : গত তিন বছরে অন্তত ২৪৬টি হাতির মৃত্যু হয়েছে ওড়িশায়, বলে জানালেন সেই রাজ্যের বন্ ও পরিবেশ মন্ত্রী বিক্রম কেশরী আরুখ।
আজ ওড়িশার বিধান সভায় রাজ্যের হস্তিকুলের জনসংখ্যা নিয়ে পরিসংখ্যান দিতে গিয়ে এবং বিজেপি বিধায়ক মুকেশ মাহালিঙ্গের একটি প্রশ্নের জবাবে রাজ্যের বন্ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিক্রম কেশরী আরুখ বলেছেন, "২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ সালের মধ্যে তিন বছরে ওড়িশায় অন্তত ২৪৬টি হাতির মৃত্যু হয়েছে। এই হাতিগুলির মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পরে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অথবা প্রাকৃতিক বা অন্য্ কোনো কারণে।"
২০১৭ সালের শুমারি অনুযায়ী, ওড়িশায় মোট হাতির সংখ্যা ছিল ১৯৭৬টি, যার মধ্যে সিমলিপালে ছিল ৩৩০টি, ঢেঙ্কানলে ১৬৯টি, সাতকোশিয়ায় ১৪৭টি এবং আটগড়ে ছিল ১১৫টি। বনমন্ত্রী জানিয়েছেন, "রাজ্যে হাতিদের সুরক্ষার জন্যে অনেক কাজ করা হয়েছে। ময়ূরভঞ্জ, সম্বলপুর ও মহানদী অঞ্চলে জাম্বো রিজার্ভ ফরেস্ট করা হয়েছে, যাতে হাতিরা প্রাকৃতিকভাবে ভালোভাবে বসবাস করতে পারে।"
বন্ মন্ত্রী বিক্রম কেশরী আরুখ বলেছেন, "বনাঞ্চলগুলিতে মোট ১৪টি এলিফ্যান্ট করিডোর বানানো হয়েছে। হাতিদের উপযোগী হয়েছে, গভীর অরণ্যে বেশ কিছু জলাশয় তৈরী করা হয়েছে, শুধু তাই নয়, রেল দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে হাতিদের মৃত্যু না হয়, তা ঠেকাতে সরকার অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে।"
Loading...