আজ খবর (বাংলা), মোরিগাঁও, আসাম, ০৩/০২/২০২০ : আসামের মোরিগাঁও জেলায় বিশালাকার দুটি পাথরের খাঁজে জল আর কাদার মধ্যে আটকে পড়া একটি হস্তিশাবককে উদ্ধার করল বনদপ্তর ও মোরিগাঁও-এর স্থানীয় বেশ কিছু সাধারণ মানুষ।
গত শনিবার এই হস্তিশাবকটি বিশাল বড় দুটি পাথরের খাঁজে আটকে গিয়েছিল, ওই জায়গাটিতে জল এবং কাদা এতটাই বেশি ছিল যে হস্তি শাবকটি সেখানে থেকে কিছুতেই আর বেরিয়ে আসতে পারছিল না; বিষয়টি স্থানীয় গ্রামবাসীরা দেখতে পায়; কিন্তু শাবকটির মা হাতি সেখানে ঘুরে বেড়াচ্ছিল, তাই গ্রামবাসীরা শাবকটির ধারে কাছেও পৌঁছাতে পারছিল না।
গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ শাবকটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে মা হাতিটি তেড়ে আসছিল। এরপর গ্রামবাসীরা খবর দেয় বন দপ্তরে। নানারকম চেষ্টার পর মা হাতিটিকে দূরে পাঠিয়ে কোনোক্রমে গ্রামবাসীদের সহযোগিতায় হস্তী শাবকটিকে উদ্ধার করে বন দপ্তর। এই ঘটনায় এক গ্রামবাসী অল্পবিস্তর চোট পেয়েছে।হস্তী শাবকটি এখন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।এখন বন দপ্তর চেষ্টা চালাচ্ছে শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে, দুজনকেই অরণ্যের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে।
Loading...