বাণিজ্য সম্মেলনে আজ কলকাতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাণিজ্য সম্মেলনে আজ কলকাতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Share This
 রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ০৯/০২/২০২০ : সবেমাত্র কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আবার পশ্চিমবঙ্গেও রাজ্য বাজেট ঘোষণা হতে চেলছে, এই সন্ধিক্ষণে আজ কলকাতায় বাণিজ্য জগতের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে কলকাতায় এসেছেন তিনি।
আজ কলকাতায় বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি বাণিজ্য সম্মেলনে মিলিত হন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। এই বৈঠকে নতুন ঘোষিত অর্থনীতি এবং বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য বৃদ্ধির দরুন কর্মসংস্থানের বিষয়টিও আলোচিত হয়েছে। 
কেন্দ্রের  নতুন বাজেটে দেশে আমদানি করা খেলনার ওপর কর বেড়েছে প্রায় ২০০%, আমাদের দেশে বিদেশ থেকে খেলনা আমদানি করা ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ। বিদেশ থেকে আমদানি করা খেলনার ওপর কর আগে ছিল ২০%, এখন নতুন বাজেটে  সেই কর বেড়ে দাঁড়িয়েছে ৬০%, এর প্রতিবাদে বহু সংখ্যক ব্যবসায়ী গতকাল কলকাতার বড়বাজার এলাকায় পথে নেমে মিছিল করেন এবং একদিনের ধর্মঘট পালন করেন। বিষয়টি নির্মলা সীতারামনের গোচরেও আনা হয়েছে। যদিও এক্ষেত্রে কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল যে, 'দেশে প্রস্তুত করা খেলনার বাজারে জোয়ার আনতেই বিদেশ থেকে আমদানি করা খেলনার ওপর বাড়ানো হয়েছে করে বোঝা।'
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages