ওড়িশার সবচেয়ে ধনী মন্ত্রী নবীন পট্টনায়ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ওড়িশার সবচেয়ে ধনী মন্ত্রী নবীন পট্টনায়ক

Share This
অফবিট

আজ খবর (বাংলা), ভুবনেশ্বর, ১৩/০২/২০২০ : ওড়িশার মন্ত্রিসভায় এখন সবচেয়ে ধনী ব্যক্তি কে ? এই প্রশ্নের উত্তরে যে নামটি উঠে এল, সেটা হল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নাম, হ্যাঁ, এই মুহূর্তে ওড়িশা রাজ্যের সবচেয়ে ধনী মন্ত্রী হলেন নবীন পট্টনায়ক। এই খবর জানা গিয়েছে ওড়িশা রাজ্য সরকার সূত্রে।
সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার ২০ জন মন্ত্রীর বিষয় সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এনেছে, যার মধ্যে নাম রয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নামও,  শুধুই নাম আছে তা নয়, তালিকায় তাঁর নাম রয়েছে শীর্ষে। ধনী মন্ত্রীদের শীর্ষে থাকা নবীন পট্টনায়কের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ লক্ষ ৬৬ হাজার ৬৬৩ টাকা ৯৩ পয়সা। আর মুখ্যমন্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি ৬৪ লক্ষ ১৫ হাজার ২৬১ টাকা। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমান ৬৪ কোটি ২৬ লক্ষ টাকা। 
ধনী মন্ত্রীদের এই তালিকায় সবচেয়ে গরিব মন্ত্রী হলেন ওড়িশার ক্রীড়া ও ইনফরমেশন টেকনোলজি দপ্তরের মন্ত্রী তুষারকান্তি বেহেরা, তাঁর সম্পত্তির পরিমাণ হল ২৫ লক্ষ টাকা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages