বাজেট অধিবেশনে এলেন আট মাসের অন্তসত্বা বিধায়িকা নমিতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাজেট অধিবেশনে এলেন আট মাসের অন্তসত্বা বিধায়িকা নমিতা

Share This
 দেশের খবর

আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ২৯/০২/২০২০ : আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও বাজেট অধিবেশনে যোগ দিতে এসেম্বলিতে হাজির হতে ভুললেন না মহারাষ্ট্রের বিদ -এর বিধায়িকা নমিতা মুণ্ডডা।  
মুম্বইয়ে মহারাষ্ট্রর  বিধান সভায় এখন চলছে বাজেট অধিবেশন। সেখানে অন্যান্য সব বিধায়কদের মতই হাজির হতে দেখা গেল ৩০ বছর বয়সী বিধায়িকা নমিতা মুণ্ডডাকে, নমিতা এখন ৮ মাসের অন্তসত্বা। এই অবস্থায় তিনি ইচ্ছে কালেই বাড়িতে বিশ্রাম নিতে পারতেন, কিন্তু তা তিনি করেন নি । আজ নিয়ম মাফিক তিনি হাজির হয়ে গিয়েছেন বিধান সভায়।
নমিতা এই প্রসঙ্গে বলেন, "আমি শুনেছি, আমিই নাকি প্রথম মহিলা, যিনি ৮ মাসের অন্তসত্বা হাওয়া সত্ত্বেও বিধানসভায় বিধায়ক হিসেবে হাজির হয়েছেন, এমনটা নাকি এর আগে কেউ করেন নি। কিন্তু এখন বিধান সভায় বাজেট অধিবেশন চলছে, একজন বিধায়ক হিসেবে আমার প্রথম কর্তব্য ও দায়িত্ব হিসেবে মনে হয়েছে আজ আমার আসা উচিত, তাই এসেছি। অন্যান্য অন্তসত্বা মহিলাদের মতই সব রকম শারীরিক সমস্যা আমার হচ্ছে, তবে আমি আমার ডাক্তারের পরামর্শ মেনে চলছি আর নিজের যত্নও নিচ্ছি।"
নমিতা এর আগে এনসিপি পার্টির নেত্রী ছিলেন। কিন্তু ২০১৯ এর নির্বাচনের সময় তিনি শেষ মুহূর্তে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিদ আসন থেকে জয়লাভ করেছিলেন। মহারাষ্ট্রের এই বিদ নামক জায়গাটি ভ্রুন হত্যার জন্যে এক সময় অনেক কুখ্যাত হয়ে উঠেছিল, এখন নমিতার মত লৌহ নারী সেই বিদের সাংসদ হয়েই  কাজ করছেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages