আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২১/০২/২০২০ : ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা শাহিনবাগে গত ৬৯ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদ আন্দোলনের জেরে। আজ সকালে কিছুক্ষণের জন্যে খুলে দেওয়া হয়েছিল ওই রাস্তা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ফের ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
সুপ্রিম কোর্টের দুই মধ্যস্থতাকারী গত দুই দিন ধরে শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বার্তা চালিয়ে যাচ্ছেন। সেই আলোচনা থেকে নতুন কোনো পথ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল, আর তার জেরেই আজ সকালবেলায় শাহিনবাগের রাস্তা খুলে গিয়েছিল, অন্যান্য দিনের মতোই সেই রাস্তা ধরে চলাচল শুরু করে দিয়েছিল যানবাহন। কিন্তু এর কিছুক্ষণ পর শাহিনবাগের ওই জায়গা থেকে সরে যেতে আপত্তি জানান সেখানে উপস্থিত আন্দোলনকারীরা।
দিল্লীর শাহিনবাগ নিয়ে দেশের শীর্ষতম আদালতের হস্তক্ষেপ এবং মাধ্যস্ততাকারীদের ক্রমাগত আবেদন সত্ত্বেও শাহিনবাগের জট কাটল না। তাই কিছুক্ষণ খোলা থাকলেও শেষ পর্যন্ত ফের এ অবরুদ্ধ হয়ে গেল শাহিনবাগের ওই রাস্তা। দিল্লীর কালিন্দী খুঁজে এলাকাতেও জট কাটেনি, সেখানেও এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে রাস্তা।
Loading...