আজ খবর (বাংলা) লাহোর, পাকিস্তান, ২২/০২/২০২০ : ফের একবার বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানে গেলেন অভিনেতা তথা রাজনৈতিক শত্রুঘন সিনহা। সেখানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে তাঁকে আজ দেখা গিয়েছে।
পাকিস্তানে লাহোরে একটি বিয়ে বাড়িতে দেখতে পাওয়া গেল প্রাক্তন অভিনেতা শত্রুঘন সিনহাকে। পাকিস্তানের ব্যবসায়ী মিঁয়া আসাদ এহসানের আমন্ত্রণে শত্রুঘন গিয়েছেন লাহোরে। আজ সেখানকার একটি ইন্সট্রাগ্রাম পোস্টে তাঁকে একটি বিয়েবাড়িতে সকলের সাথে দেখা যায়। এর আগে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রিমা খানের সাথে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বেশ কিছু বিতর্ক ছড়িয়েছিল সেই সময়।
আজ শত্রুঘ্ন সিনহার পাকিস্তানে গিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতেও শত্রুঘ্ন সিনহার পাশে বসে থাকতে দেখা গিয়েছে সেই রিমা খানকে।
Loading...