কোনো পাকিস্তানি বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করেনি : বিএসএফ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোনো পাকিস্তানি বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করেনি : বিএসএফ

Share This
 দেশের খবর

আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ২৫/০২/২০২০ : কাশ্মীরে সীমান্ত অতিক্রম করে পাক বিমান বাহিনীর বিমান ভারতীয় আকাশে ঢুকে পরার খবর অস্বীকার করল ভারতীয় বায়ু সেনা।
গতকাল জম্মু ও কাশ্মীরের সীমান্ত ঘেঁসা গ্রাম  রণবীর সিং পুরা (আর এস পুরা) অঞ্চলের কিছু গ্রামবাসী জানিয়েছিল, পাকিস্তানের বিমান বাহিনীর বিমান ঢুকে পড়েছে তাদের গ্রামের আকাশে। এর মানে এটাই দাঁড়ায় যে, ঠিক যে ভাবে ভারত আকাশ পথে সার্জিকাল স্ট্রাইক করে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে সেই দেশে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে এসেছিল, সেই কায়দায় পাকিস্তানের বিমানবাহিনীর বিমানও  ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে ছিল। কিন্তু গ্রামবাসীদের সেই বক্তব্য ঠিক নয় বলে আজ জানিয়ে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স ।
আজ বিএসএফের ইন্সপেক্টর জেনারেল এন এস জামুওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, "এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটেনি, এই ধরনের ঘটনা ঘটলে তা বিএসএফের চোখ এড়িয়ে যেত না, কেউ ইচ্ছে করেই এই রকম কথা রটাচ্ছে বলে মনে হয়। কোনো পাকিস্তানি বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করেনি।"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages