মিড ডে মিলের ফুটন্ত পাত্রে পরে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মিড ডে মিলের ফুটন্ত পাত্রে পরে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

Share This
 হচ্ছেটা কি

আজ খবর (বাংলা), মির্জাপুর, উত্তর প্রদেশ, ০৪/০২/২০২০ : মিড  ডে মিল রান্নার সময় ফুটন্ত রান্নার পাত্রে পরে গিয়ে মৃত্যু হল ৩ বছর বয়সী এক বালিকার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুর আটারি গ্রামে। ছোট ওই মেয়েটির নাম আঁচল।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার। মেয়েটির বাবা অভিযোগ করেছেন, যে রাঁধুনি সেখানে রান্না করছিল, সে কানে হেডফোন লাহিয়ে গান শুনতে শুনতে রান্না করছিল, এবং সে অন্যমনস্ক ছিল, যে কারণে তাঁর ছোট শিশুটিকে সে খেয়ালই করেনি, শুধু তাই নয়, ঘটনার পর সে দ্রুত ছুটে পালিয়ে যায়। ঘুমের ঘোরে মায়ের কোলে নয়, একজনের সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে অসহ্য যন্ত্রণার কাছে নতি স্বীকার করে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হল এক রত্তি  একটি শিশুকে।
এই ঘটনার তদন্তের  নির্দেশ দিয়ে মির্জাপুরের ম্যাজিস্ট্রেট সুশীল কুমার প্যাটেল বলেছেন, "অত্যন্ত দু:খজনক ঘটনা, আমরা ওই স্কুলের হেড মাস্টারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছি, এবং স্কুল কর্তৃপক্ষকে এফআইআর করার নির্দেশ দিয়েছি। অভিযুক্ত কোনোভাবেই রেহাই পাবে না।"
মির্জাপুরের প্রাথমিক শিক্ষার অফিসার বীরেন্দ্র কুমার সিং বলেছেন, "ঘটনার কথা আমি শুনেছি, ব্লক অফিসের থেকে এই ব্যাপারে রিপোর্ট পেয়েই আমি তদন্ত শুরু করব, এই ঘটনার জন্যে যে দায়ী তাকে ছাড়া হবে না।তার বিরুদ্ধে সবরকম পদক্ষেপ আমরা গ্রহণ করব; তবে আমাকে জানানো হয়েছে, ওই শিশুটি স্কুলের ছাত্রী নয়." 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages