ধর্মঘটে নামছে পুলকার সংগঠনগুলি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ধর্মঘটে নামছে পুলকার সংগঠনগুলি

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ২৬/০২/২০২০ : কথা রাখল না পুলকার সংগঠনগুলি । সম্ভবত আগামীকাল থেকেই তারা ধর্মঘটে নামছে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই হুগলি জেলার পোলবায় পুলকার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশু, আর এক শিশু এখনো রয়েছে হাসপাতালে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নাড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। নড়েচড়ে বসেছিল রাজ্য সরকারও। রাস্তাঘাটে পুলিশ  নজরদারি শুরু  করেছিল । কিন্তু নজরদারি চালালেও তার  সঙ্গে পুলকারগুলিতে চেকিং করার অভিযান শুরু করেনি রাজ্য প্রশাসন, যেহেতু রাজ্যে এখন চলছে মাধ্যমিক  ও ইংরেজি মাধ্যমের পরীক্ষা। তাই কথা ছিল আগামী শুক্রবার থেকে পুলিশ পুলকারগুলির অব্যবস্থার বিরুদ্ধে অভিযানে নামবে। 
সেইমত কথা হয়েছিল পুলকার সংগঠনের সাথেও। কিন্তু তার আগেই পুলকার  সংগঠনগুলি ধর্মঘট ডেকে দেওয়ায় চরম অব্যবস্থার সম্মুখীন হতে চলেছে পরীক্ষার্থী ও পড়ুয়ারা। রাস্তাঘাটে এখনো যে পুলকারগুলি দেখা যাচ্ছে, সেগুলিতে এখনো নানারকম অব্যবস্থা চোখে পড়ছে। কোনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই, কোনোটার চাকা ঠিক নেই, কোনটি অতিরিক্ত পড়ুয়া নিয়ে চলেছে আবার কোনোটির কাগজপত্র নেই , এমনকি কোনো কোনো পুল কারের অভিজ্ঞ ড্রাইভারই নেই । এভাবেই বিপজ্জনকভাবে প্রতিদিন স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে বাড়ি ফিরছে হাজার হাজার পড়ুয়া।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages