চাপে পড়ে সরকারকে ১০ হাজার কোটি টাকা মেটাতে হল এয়ারটেলকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চাপে পড়ে সরকারকে ১০ হাজার কোটি টাকা মেটাতে হল এয়ারটেলকে

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৭/০২/২০২০ : সুপ্রিম কোর্টের চাপে এবার ১০ হাজার কোটি টাকার বকেয়া মেটাতে হল ভারতী  এয়ারটেল টেলিকম কোম্পানিকে। যদিও বকেয়া  রয়েছে আরও অনেক কোটি টাকা। মোট বকেয়ার অর্ধেক টাকাও এখনও মেটাতে পারল না এয়ারটেল।
সরকারের কাছে ভারতী  এয়ারটেলের মোট বকেয়া অর্থের পরিমান ছিল ৩৫,৫৮৬ কোটি টাকা, যার মধ্যে আজ তারা মেটাল ১০ হাজার কোটি টাকা। ভারতী এয়ারটেল সূত্রে জানা গিয়েছে, বাকি টাকা তারা আগামী  ১৭ই মার্চের মধ্যে মিটিয়ে দেবে। 
এই বিশাল পরিমান  অর্থ সরকারের কাছে বাকি থেকে  গিয়েছিল, যা মিটিয়ে দেওয়ার জন্যে টেলিকমিউনিকেশন মন্ত্রক বার বার নোটিশ দিচ্ছিল, কিন্তু গোটা বিষয়টি শেষমেশ গড়ায় আদালত পর্যন্ত, ভারতী  এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই দুই কোম্পানিকে বার বার নোটিশ করা সত্ত্বেও তারা বকেয়া অর্থ মেটাচ্ছিল না; 
গত ১৪ তারিখে ভারতীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক পঞ্চম ও শেষ নোটিশটি পাঠিয়েছিল ভারতী এয়ারটেলকে, উপরন্তু ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ, তাই তড়িঘড়ি আজ ভারতী এয়ারটেল ১০ হাজার কোটি টাকা মিটিয়ে দিল, কোম্পানির তরফ থেকে জানা গিয়েছে, গোটা দেশে তাদের ২২টি সার্কেলে ছড়িয়ে থাকা হিসাব নিকাশ পরীক্ষা করে দেখবে, এবং আগামী ১৭ই মার্চের মধ্যে বাকি বকেয়া টাকা মিটিয়ে দেবে, সেই সঙ্গে তারা সংশ্লিষ্ট সমস্ত কাগজপত্র জমা দেবে আদালতে।। তবে আভ্যন্তরীন হিসাব নিকাশ মিলিয়ে দেখার জন্যে তারা আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেবে কিনা, সে ব্যাপারে কিছু জানায় নি এয়ারটেল।
আর একটি টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়ার বকেয়া অর্থের পরিমান হল ৫৩,০৩৮ কোটি টাকা। যার মধ্যে স্প্রেকটাম বকেয়া হিসেবে রয়েছে ২৪,৭২৯ কোটি টাকা এবং লাইসেন্স ফি বাবদ ৩৮,৩০৯ কোটি টাকা। ভোডাফোন এর আগে জানিয়েছিল, তারা হিসেবে নিকেশ করে দেখচ্ছে, যে কত টাকা সরকারকে বকেয়া বাবদ দিতে হবে তাদেরকে। এখন ভোডাফোন কত তাড়াতাড়ি সরকারকে বকেয়া অর্থ মিটিয়ে দেয় সেটাই দেখার।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages