আজ খবর (বাংলা), কলকাতা, ২৯/০২/২০২০ : আসন্ন পুরসভা নির্বাচন এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাথে রাজনৈতিক লড়াইয়ে শান দিতে এবার নয়া কৌশল নিল রাজ্য বিজেপি। আগামীকাল কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর হাত দিয়েই আগামীকাল নতুন এক আন্দোলন গড়ে তুলতে চাইছে রাজ্য বিজেপি, আর সেই আন্দোলনের নাম দেওয়া হয়েছে 'আর নয় অন্যায়'।
আগামীকাল অমিত শাহ কলকাতার শহীদ মিনার প্রাঙ্গনে একটি জনসভা করবেন। এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বলে মনে করছে রাজ্য বিজেপি। এই জনসভাতেই 'আর নয় অন্যায়' আন্দোলনের সূচনা করবেন অমিত শাহ। বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে গতকাল জানানো হয়েছিল যে, 'এই আন্দোলনের মাধ্যমে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আমলে যে সব অন্যায় কাজকর্ম হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরা'।
রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, "২০১১ সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছেন। যে পশ্চিমবঙ্গ একটা সময় দেশের গর্ব ছিল, সেই পশ্চিমবাংলাকে এখন তিনি দেশের সবচেয়ে পিছনে এনে ফেলেছেন। তাঁর দল মুখে 'মা মাটি মানুষে'র কথা বললেও আসলে সেগুলি হল মার্ডার, মানি আর মাফিয়া। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই হয় তাকে পুলিশ গ্রেপ্তার করে, নাহলে তাকে প্রাণে মেরে দেয় তৃণমূলের কর্মীরা। এখানে বাংলার শান্তিকামী মানুষরা কাঁদছেন যে কয়টি কারণে, সেগুলি হল ভোট ব্যাংক রাজনীতি, অদ্ভুত রকম সংখ্যা লঘু সম্প্রদায়কে তোষণ এবং সিটিজেনস এমেন্ডমেন্ট আইন সম্পর্কে মিথ্যা ও ভুল প্রচার।"
অমিত শাহের কলকাতা সফরের মধ্যে রয়েছে কালীঘাট দর্শন, মন্দিরে পুজো দেবেন তিনি। আগামীকালের জনসভার আগে তাঁর নির্দেশে একটা লম্বা তালিকা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিম বঙ্গে ঠিক কি কি অন্যায় কাজকর্ম হয়েছে তার দলিল। এভাবেই আগামী নির্বাচনগুলির আগে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে চেপে ধরতে চাইছে বিজেপি।
Loading...